রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

বিদ্যুতের খুঁটিতে মৃতদেহের ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের খুঁটিতে আনিছের মৃতদেহের ছবি  নিয়ে চলছে তোলপাড় ও নিন্দার ঝড় গত ২৯/৮/২০১৬ সোমবার বিকেল সোয়া ৪ টায় ট্রান্সমিটার পরিবর্তন করতে গিয়ে বাজারের মেইন লাইনে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যান পল্লী বিদ্যুতের শ্রমিক মো: আনিছুর রহমান (৩৫) বিদ্যুতের খুঁটিতে তার মৃতদেহের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।প্রতিটি হৃদয়বান মানুষ সহানুভূতি-সহমর্মিতা প্রদর্শন করে ফেসবুকে পোষ্ট করেছেন অসংখ্য অগণিত পোষ্ট স্ট্রেটাস। গত ১বছর থেকে পল্লী বিদ্যুৎ অফিসে লাইনম্যানের দায়িত্বে ছিলেন তিনি। নিষ্টা, সততা, উদারতা দিয়ে কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। তাঁর হৃদয়বিদারক মৃত্যুতে কেদেঁছেন এলাকাবাসী। অন্য বিভাগের কোনো মানুষের জন্যে এতো কান্না ও ভালোবাসা খুবই কম দেখা যায়।
নিয়মানুযায়ী ট্রান্সমিটার মিটার পরিবর্তন করার আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। নিশ্চিত হয়ে কাজ শুরু করতে হয়। কিন্তু সে নিয়ম মানা হয়নি। কালিগঞ্জ অভিযোগ কেন্দ্রের নজরুল ইসলাম নীচে থেকে খুঁটিতে উঠার জন্য রড দিয়েছিলেন আনিছের হাতে। ঐ সময়েই কসকনকপুরে অবস্থিত সাব স্টেশনে সংযোগ বিচ্ছিন্ন করার কথা থাকলেও সেখানে দায়িত্যরত বিপ্লব ও জহির নিজেদের মধ্যে খোশগল্পে ব্যস্ত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, খুঁটিতে উঠার পর লাইনে হাত দেওয়ার পর পরই হাত ও পায়ে প্রচন্ড আঘাত পান আনিছ। চিৎকার দিলে উপস্থিত শত শত মানুষ ভির করেন। কিন্তু অনেক নীচে থেকে কারো কিছুই করার ছিল না।
সোমবার গভীর রাতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর কার্যালয়ে প্রথম জানাযা শেষে স্বজনদের হাতে আনিছুর রহমানের মৃতদেহ তুলে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় জানাযা শেষে বি-বাড়িয়া জেলার, বাঞ্চারামপুর উপজেলার, ফরধাবাদ গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
আনিছুর রহমানের ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জিএম মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, আমাদের বিধি অনুযায়ী নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই। ভূলের কারণে আহত হলেও প্রাণহানি হওয়ার সম্ভাবনা নেই। এ ক্ষেত্রে উভয়ের অবহেলা ছিল বলে মনে হয়। দু’টি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালিগঞ্জ শাখার ইনচার্জ নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি লাইন কেটে দিয়া ফোন বন্ধ করে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন