জন্মঃ
.
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিছ, শেয়খে চৌঘরী আল্লামা রিয়াছত আলী (রহঃ) সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগজ্ঞ থানার চৌঘরী গ্রামস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৩০৬ বাংলা মোতাবেক ১৯০০ ইং ১৩২০ হিজরীতে জন্ম গ্রহন করেন ৷
প্রাথমিক শিক্ষাঃ
.
উস্তাযুল মোহাদ্দীসিন আল্লামা রিয়াছত আলী চৌঘরী (রহঃ) নিজ গ্রামের হাকিম ডাঃ আব্দুল আজীজ সাহেবের নিকট, এরপর হাজীপুর নিবাসী ক্বারী আকমল আলী সাহেবের নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেম। এরপর ফুলবাড়ী আজিরীয়া আলীয়া মাদ্রাসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। এর পর হাদিছের সর্ব উচ্চ জ্ঞান লাভের জন্য দারুল উলুম দেওবন্দ ভর্তি হন ৷ ১৩৪৪ সালে দারুল হাদীসের পরীক্ষা শেষ করে বাড়ীতে ফিরে আসেন ৷
চৌঘরী (রহঃ) সম্মানীত উস্তাদ মন্ডলীঃ-
শায়খুল হাদীস আল্লামা আনওয়ার শাহ কাম্মিরী (রহঃ), আল্লামা সাব্বির আহমদ উসমানী (রহঃ), আল্লামা রাছুল খাঁ সাহেব (রহঃ), আল্লামা আছগর হোসাইন (রহঃ), আল্লামা এয়াজ আলী (রহঃ) প্রমুখ৷
মাদ্রাসা প্রতিষ্টাঃ
.
ঐতিহ্যবাহী ঢাকাউক্তর রানাপিং আরবিয়া হুছাইনীয়া মাদ্রাসা ১৯৩০ ইং সালে প্রতিষ্টা করেন। এর পর ১৯৮২ ইং তে নিজ বাড়ীর পার্শে সিলেট জেলার প্রথম মহিলা টাইটেল মাদ্রাসা প্রতিষ্টা করেন ৷ নাম হল রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাত , রানাপিং৷
রাজনীতিঃ
.
আল্লামা চৌঘরী (রহঃ) ১৯৬৪ ইং পূর্ব পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি, শেয়খে কৌড়িয়া (রহঃ) সহ সভাপতি ও মাওঃ আশরাফ আলী বিশ্বনাথী (রহঃ) কে সাধারণ সমম্পাদক করে পুর্ব পাকিস্তান জমিয়তের প্রথম কমিটি ঘটন করা হয় ৷ জমিয়তে উলামায়ে ইসলামের পুর্ব পাকিস্তানের প্রতিষ্টাকালীন সভাপতি হলেন আল্লামা শেয়খে চৌঘরী (রহঃ)।
বৃটিশ বিরুদী আন্দোলনঃ
.
শেয়খে চৌঘরী (রহঃ) বঙ্গ প্রদেশে বৃটিশ বিরুদী আন্দোলনে অগ্র নায়ক ছিলেন। বৃটিশ বিরুদী আন্দোলন করতে গিয়ে বৃটিশের অন্ধকার কারাগারে নির্যাতিত হয়েছেন , এবং দীর্ঘ দিন বৃটিশের অন্ধকার কারাগারে বন্ধী ছিলেন৷
ইসলামী আন্দোলনঃ
.
তদানীন্তন পাকিস্তান আইয়ূব খাঁন কতৃক মুসলিম পারিবারিক আইন পাশের বিরুদ্ধে সিলেটে সর্বস্তরের উলামা— মাসায়েখগন প্রতিবাদ মুখরহয়ে রেজিষ্টারী ময়দানে এক বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দেন ৷ জেলাপ্রশাসক রেজিষ্টারী ময়দানে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোসনা করে ১৪৪ ধারা জারী করে এবং রেজিষ্টারী ময়দানের প্রধান গেইটে তালাবদ্ধ করে রাখে ৷ এদিকে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে সিলেট শহর লোকে লোকারাণ্য কিন্তূ কেহ রেজিষ্টারী ময়দানে ঢুকার সাহস পাচ্ছেন না এমতাবস্তায় আল্লামা শেয়খে চৌঘরী শত শত আলিম উলামা কে সাথে নিয়ে যখন হাজির হলেন সিলেটে ৷ তখন মর্দে মুজাহিদ শেয়খে কাতিয়া (রহঃ) জানালেন ১৪৪ ধারা জারী এবং রেজিষ্টারী ময়দান তালাবদ্ধ হুজুর বললেন চল শেয়খে কাতিয়া কে সাথে নিয়ে রেজিষ্টারী ময়দানের গেইটের তালাভেঙ্গে হাজার হাজার তৌহিদী জনতাকে নিয়ে মুসলিম পারিবারিক আইন পাশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
করেন ৷ ১৯৭১ ইং দেশ যখন স্বাধিনতা সংগ্রাম চুড়ান্ত পর্যায়ে তখন শেয়খে চৌঘরী (রহঃ) নিজ এলাকার জনসাধারনের জান —মাল ইজ্জত আবরু হিন্দু মুসলমান সকল শ্রেনির মানুষের নিরাপত্তা রক্ষার জন্য অত্যান্ত তৎপর ছিলেন ৷ সর্দার আলাউদ্দিন, ডঃ, ফজলু, দাউদ হায়দার সহ অনেকেই ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শেয়খে চৌঘরী (রহঃ) তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোদে গর্জে উঠেছেন সিলেটে এবং গোলাপগজ্ঞে, প্রতিবাদ সমাবেশ করে ছিলেন ৷
শেয়খে চৌঘরী (রহঃ) সন্তানাদিঃ
.
আল্লামা চৌঘরী (রহ:) ৩ মেয়ে ও ৬ ছেলে , ১ মেয়ে মৃত ২ মেয়ে জীবিত আছেন ৷ ৬ ছাহেব জাদাদের মধ্যে ৩ জন মৃত ৩জন জীবিত ৷ মোঃ তাইয়িব মৃত ৷ মোঃ তাহির আলী মৃত ৷ হযরত মাওঃ ঈসমাইল আলী (খাঁন সাব হুজুর) (রহঃ)
যারা জীবিত আছেন তারা হলেনঃ-
মাওঃ মোহঃ ইয়াহইয়া সাহেব , দাঃ বাঃ
আলহাজ্ব ইউসা আহমদ ( প্রবাসী)
মোঃ ইলিয়াছ আহমদ ( ব্যবসায়ী)
আল্লামা চৌঘরী (রহঃ) সম্মানিত ছাত্র বৃন্দঃ
.
শায়খুল হাদীস মাওলানা তাহির আলী তৈইপুরী হুজুর (রহঃ), শায়খুল হাদীস হোসাইন আহমদ বারকোটি (রহঃ), শায়খুল হাদীস আশরাফ আলী বিশ্বনাথী (রহঃ), হযরত মাওঃ উবায়দুল হক সাবেক এম,পি, (রহঃ) হযরত মাওঃ মুস্তাকিম আলী (দাঃ বাঃ), শায়খুল হাদীস হেলাল উদ্দিন আহমদ (দাঃ বাঃ), হাফেজ মাওঃ আনওয়ার হোসাইন (রহঃ), হযরত মাওঃ খলিলুর রহমান রাজনগরী (রহঃ) ), শায়খুল হাদীস জাওয়াদ সাহেব পারকুলী (রহঃ), হযরত মাওলানা মাহমুদ আলী সাহেব (রহঃ), ঘনশ্যাম মুফতি জামিল আহমদ সাহেব বালাগজ্ঞী (রহঃ), হাফেজ মাওলানা ওহিদুর রহমান, হাফেজ মাওলানা তায়িদুর রহমান সহ আর অনেক প্রমুখ উলামায়ে কেরাম হুজুরের সম্মানীত ছাত্র৷
ইন্তেকালঃ
.
১৯৯০ ইং ২৪ শে মে, রোজ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ৩,২০ ঘটিকার সময় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করে মাওলা পাকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দুনিয়া ছেড়ে হাজার হাজার ছাত্র মুরিদান ভক্তদের সুখের সাগরে ভাসিয়ে ইহকাল ত্যাগ করে চলে যান ৷ ইল্লালিল্লাহি...............রাজিউন
নামাজে জানাজাঃ-
পরদিন বাদ আছর রানাপিং মাদ্রাসা মাঠে হাজার হাজার ভক্ত শাগরীদ মুরীদান উপমহাদেশের অসংখ্য ওলি আউলিয়া মুফাছির শায়খুল হাদীস সহ অসংখ্য মানুষ হাজির ছিলেন হুজুরে জানাজায় ৷ জানাজা শেষে হুজুর কে দাফন করা হয় হুজুরের পারিবারিক কবরস্থানে ৷(সংগৃহিত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন