"সত্য ও ন্যায়ের পক্ষে সর্বক্ষন,, এই মুলমন্ত্রকে ধারন করে""সাপ্তাহিক ইউনানী কন্ঠ,,,অপরাধ, দুর্নীতি ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদনকে প্রাধান্য দিয়ে অপরাধ বিষয়ক তথ্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতি সাপ্তাহে নিয়মিত প্রকাশ হচ্ছে, ''সাপ্তাহিক ইউনানী কন্ঠ,, এ যাত্রা কে অব্যাহত ও আরো গতিশীল করতে স্থানীয়ভাবে দুর্নীতি, অনিয়ম, অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করতে সারা দেশে বিভাগীয় প্রধান ছাড়াও জেলা সদরসহ উপজেলা, থানা, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা ও মেডিকেল ভিত্তিক SUK এর নিজস্ব সংবাদ কর্মী ও স্থানীয়দের নিয়ে বিশেষ ‘অনুসন্ধানী টিম’ গঠন করারও উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধ, দুর্নীতি ও মানবাধিকার নিয়ে অনুসন্ধানী মূলক কাজ করতে আগ্রহী যে কেউ এই ‘অনুসন্ধানী টিম’ এ ইউনানী কন্ঠের সাথে সাথে যোগ দিতে পারবেন।
প্রতিটি বিভাগীয় শহরে ইউনানী কন্ঠ নিউজ সার্ভিস’র ’ব্যুরো চীফ’ ছাড়াও জেলা, উপজেলা, থানা, কলেজ, ভার্সিটি , মাদ্রাসা ও মেডিকেল পর্যায়ে সংবাদ প্রতিনিধিসহ বিশেষ প্রতিনিধি হিসেবে সংবাদদাতা হওয়ার সুযোগ রয়েছে।
শর্ত সমূহঃ
১। স্থানীয় সংবাদকর্মী কে অবশ্যই সপ্তাহে কমপক্ষে দুইটি বস্তুনিষ্ট সংবাদ, (অপরাধ, দুর্নীতি ও মানবাধিকার বিষয়ক প্রতিবেদন) পাঠাতে হবে।
২। স্থানীয় সংবাদকর্মী কে অবশ্যই SUK এর জন্য নিম্ন লিখিত হারে বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে।
* যে সমস্ত প্রতিনিধি বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে নিযুক্ত থাকবেন বা থাকতে চান, তাদের কে বাৎসরিক ১৮,০০০ (আটাঁর হাজার) টাকার বিজ্ঞাপন প্রদান করতে হবে অথবা প্রতিমাসে ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকার বিজ্ঞাপন নিয়মিত প্রদান করতে হবে।
*যে সমস্ত প্রতিনিধি বিশেষ বা ভ্রাম্যমান
প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকবেন বা থাকতে চান, তাদের কে বাৎসরিক ১২,০০০ (বার হাজার) টাকার বিজ্ঞাপন প্রদান করতে হবে অথবা প্রতিমাসে ১০০০(এক হাজার) টাকার বিজ্ঞাপন নিয়মিত প্রদান করতে হবে
* যে সমস্ত প্রতিনিধি জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত থাকবেন বা থাকতে চান, তাদের কে বাৎসরিক ১০,০০০ (দশ হাজার) টাকার বিজ্ঞাপন প্রদান করতে হবে অথবা প্রতিমাসে ৯০০(নয়শত) টাকার বিজ্ঞাপন নিয়মিত প্রদান করতে হবে।
* যে সমস্ত প্রতিনিধি উপজেলায় নিযুক্ত থাকবেন বা থাকতে চান, তাদের কে বাৎসরিক ৫০০০(পাঁচ হাজার) টাকার বিজ্ঞাপন প্রদান করতে হবে অথবা প্রতিমাসে ৫০০ (পাঁচশত) টাকার বিজ্ঞাপন নিয়মিত প্রদান করতে হবে।
সুবিধা সমূহঃ
* যেহেতু SUK নিউজ নিয়মিত বিজ্ঞাপন প্রকাশ করছে, সেহেতু প্রাথমিকভাবে প্রতিনিধিরা SUK এর মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করে বিজ্ঞাপনের ধরণ অনুযায়ী প্রকাশিত বিজ্ঞাপনের ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমিশন পাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ- নিজস্ব প্রতিনিধি ব্যতীত SUK নিউজ সার্ভিস এর জন্য যদি অন্যকেউ বিজ্ঞাপন এর ব্যবস্থা করতে পারেন তবে তাঁকে বিজ্ঞাপন বাবদ প্রকাশিত বিজ্ঞাপনের ৪০ শতাংশ পর্যন্ত কমিশন প্রদান করা হবে।
আগ্রহীরা +8801723336629 নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা ছবিসহ জীবন বৃত্তান্ত মেইল করে পাঠিয়ে দিন। মেইল করার ঠিকানা: Unanikantho@gmail.com। সরাসরি ফেসবুকে ও যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেইজ ""সাপ্তাহিক ইউনানী কন্ঠ,,,।
শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
__সাপ্তাহিক ইউনানী কন্ঠ__ সংবাদকর্মী / বিজ্ঞাপন প্রতিনিধি আবশ্যক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন