শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

জামেয়া দারুল উলুম সিলেটের জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন-সমাবেশ

সিলেটের প্রান কেন্দ্রে অবস্তিত প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়া দারুল উলুমের সিলেটের উদ্দ্যোগে সন্ত্রাস ও  জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন কর্মসুচী আজ পালিত হয়েছে । শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১১-৩০মিনিট পর্যন্ত এই কর্মসুচী পালন করা হয়। দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা বসুন্ধরা ১ নং সড়ক জুড়ে এ মানব বন্ধন কর্মসুচি পালন করে । সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী বিশাল মানব বন্ধন পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ আজ আতঙ্কে পরিণত হয়েছে। আই এস ও জে এম বি একটি ভয়ংকর ঘৃন্নিত নাম, তথাকথিত মনগড়া ইসলাম প্রতিষ্ঠার নামে ইসরাঈল ইহুদীদের দোসররা আজ ইসলামকে বিশ্ববাসীর কাছে নিকৃষ্টতম ধর্মরূপে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে। এরা ইসলামের নাম নিয়ে ইসলামকে কলঙ্কিত করার এক সুগভীর ষড়যন্ত্রে নেমেছে। মুসলিম বিশ্বের শান্ত মানচিত্রকে অশান্ত ভূমিতে পরিণত করে তাদের রাজনৈতিক আদিপত্য বিস্তার করতে চায়। তাদের হিংস্র থাবায় আমাদের প্রিয় মাতৃভূমিকে ক্ষত বিক্ষত করে তুলছে, চেয়েছিল ইসলাম মুসলমানদের প্রাণ কেন্দ্র ক্বওমী মাদ্রাসা সমূহের গায়ে কালিমা লেপন করতে। তাদের সেই দূরভিসন্ধি কাজে আসেনি। জঙ্গিরা বের হচ্ছে স্কলাষ্টিকা নামক তথাকথিত আধুনিক শিক্ষাগার থেকে। এজন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বক্তারা ইসরাঈলী-ইহুদিবাদী এই ষড়যন্ত্র থেকে মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানান। আজ ৩/৯/২০১৬ মাদারিসে কওমিয়ার অন্যতম কওমী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়া দারুল উলুম সিলেটের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।   মানব বন্ধন ও সমাবেশে মাদ্রাসা প্রিন্সিপাল আলহাজ্জ আব্দুল মালিক চৌধুরী সভাপতিত্বে,মাওলানা বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শামীমাবাদ মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ,বসুন্ধরা সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি এড,মুমিনুর ইসলাম মুমিন,জামেয়া আমিনিয়া মুংলিপাড় মাদ্রাসার মুহতামীম বিশিষ্ট রাজনিতিবীদ মাওলানা মাহমুদুর হাসান,জৈন্তা উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবি আলহাজ্জ মাওলানা শরীফ উদ্দীন,বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আনোয়ারুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক সিলেট রিপোর্ট নিউজ পোর্টালের সম্পাদক রুহুল আমীন নগরী,মাদ্রাসার নায়েবে মুহতামীম মাও,সৈয়দ শোয়াইব আহমদ,মাওলানা নাজমুল ইসলাম,মাদ্রাসার মুদাররিস ও ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক হাফেজ মাও.হাফিজুল ইসলাম লস্কর,মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক হাফেজ মাওলানা আব্দুল হাই,মাদ্রাসার মুদাররিস ও বিশিষ্ট মুফাসসিরে ক্বোরআন সালমান আহমদ  আফতাবী,মাও.আশরাফুল ইসলাম,
মাওলানা মো: মুজিবুর রহমান,
মাও.কামরুল ইসলাম প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন