শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা রিপোটার্স ইউনিটি'র কমিটি পুনঃগঠন

মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লা রিপোটার্স ইউনিটি (সিআরইউ) এর পূর্ব ঘোষিত কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় না হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণকারীদের নিয়ে পুনরায় এজিএম করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনঃগঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) সকালে নগরীর নজরুল এভিনিউস্থ একটি মিডিয়া সেন্টারে কমিটি গঠন নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু।

বৃহস্পতিবার দুপুরে সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল  টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রনীকে সভাপতি, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন’কে সাধারন সম্পাদক ও দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ সুমন কবির সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাগরনী টিভি’র কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, যুগ্ম-সাধারন সম্পাদক দৈনিক রূপসী বাংলার সাইফুল ইসলাম সুমন, অর্থ- সম্পাদক দৈনিক শিরোনাম এর সালাউদ্দিন সুমন, দপ্তর সম্পাদক কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজীদ হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, পাঠাগার সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক শ্রমিকের নির্বাহী সম্পাদক আরিফ সেলিম ওপেল, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক সকালের সময়ের কুমিল্লা প্রতিনিধি আমেনা বেগম শিউলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, সমাজকল্যান সম্পাদক পথিকৃত কুমিল্লার স্টাফ রিপোর্টার জুয়েল খন্দকার, নির্বাহী সদস্য হিসেবে আছেন কুমিল্লার আলোর সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কনক, প্রথম আলো’র এম সাদেক, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক বাংলা’র মাহফুজ নান্টু, দৈনিক স্বদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম, আজকের পত্রিকার জহিরুল হক বাবু, ডেইলি স্টারের খালিদ বিন নজরুল, দৈনিক আজকের দর্পনের রবিউল বাশার খান।

গোলাপগঞ্জের প্রাকৃতিতে কাশফুলের নৈসর্গিক মুগ্ধতা ছড়ানো নৃত্য


হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ঋতু বৈচিত্রের অপরুপ সৌন্দর্যমন্ডিত বাংলার বুকে প্রতিনিয়ত প্রাকৃতি সাজে নতুন রুপে। নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ও অপরুপ অনুষঙ্গ কাশফুল। আকাশের সাদা মেঘের সঙ্গে বাতাসে দোল খাওয়া কাশফুল কেবলই মুগ্ধতা ছড়ায়। 

প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্নে কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন প্রকৃতি প্রেমিদের পদচারণায় মুখরিত গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকার প্রাঙ্গণ।

সিলেট জকিগঞ্জ রোডের পাশ ঘেঁষে বিস্তীর্ণ প্রান্তরে কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য বেড়াতে আসাদের মনে দিচ্ছে দোলা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউবা প্রিয়জনকে নিয়ে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন প্রাকৃতির সান্নিধ্যে। দোল খাওয়া কাশফুলের নরম ছোঁয়ায় মোহিত হচ্ছেন তারা। কেউবা সেই অনুভূতিগুলোকে ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখছেন। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। 

নিজের বন্ধু নিয়ে ঘুরতে আসা এক প্রাকৃতি প্রেমিক বলেন- বিকেলে আবহাওয়া ভালো থাকে, মাঝে মধ্যে আসি এখানে। আমরা বন্ধুরা কাশবনে ঘুরতে পছন্দ করি। এখানে এসে ছবি তুলে, ভিডিও করে, খুব সুন্দর সময় কাটে আমাদের। 

ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী সিয়াম বলেন, শুভ্র মেঘ আর কাশফুল সৌন্দর্য মিলে প্রাকৃতি যখন মোহনীয় রুপ ধারন করে তখন মন উৎফুল্ল হয়ে উঠে। কাশফুলের প্রতি আমার অন্যরকম একটি মোহ আছে। সবসময় তো আর চাইলেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করা যায়না। কাশফুলের গন্ধ না থাকলেও নান্দনিক সৌন্দর্য আছে। 

সামছুল ইসলাম বলেন, ছেলেবেলায় দেখতাম বর্ষার শেষ দিকে প্রায় সবজায়গা কাশফুল দেখা যেতো কিন্তু এখন সেটা নেই। এখানে ব্যতিক্রম বনানীঘেরা কাশফুল। কাশফুল আমাদের গ্রামীণ একটি সৌন্দর্য। নতুন প্রজন্মের অবশ্যই কাশফুলের সংস্পর্শ প্রয়োজন। এতে ওদের মানসিক শক্তি আর কল্পনা শক্তি বৃদ্ধি পাবে।

সিলেট জকিগঞ্জ মহাসড়কের পাশ ঘেঁষে চৌঘরী এলাকার কাশফুলের শুভ্রতা। শহরের কোলাহল ছেড়ে একান্ত কিছু সময়  ফুরফুরে মনে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, স্পর্শ নিতে পারেন প্রাকৃতিক কাশফুলের নান্দনিকতায়।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দেবিদ্বারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা এলাকাবাসীর ক্ষেভ

মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর সড়ক পাকাকরণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা ব্যয়ে ৫৪৯ মিটার রাস্তাটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে মিলিনিয়াম ডেভেলপমেন্ট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ও ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় বাধা দেওয়া হয়েছে। কিন্তু তোয়াক্কা না করে ঠিকাদার জোর করে নিম্নমানের ইট ও খোয়া দিয়েই কাজ করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) বিকেলে সরেজমিনে গিয়ে কয়েকজন এলাকাবাসী জানান , শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজে ইটের খোয়া এক ইঞ্চির কথা বলা হলেও এতে ব্যবহার হয়েছে নিম্নমানের ইটের তিন থেকে চার ইঞ্চি বড় বড় টুকরা। এসব বড় আকারের ইটের খোয়ায় এরই মধ্যে মেকাডম হয়ে গেছে। এছাড়াও রাস্তার পাশে পুকুরে ব্যবহারের জন্য সিমেন্টের নিম্নমানের খুঁটি ব্যবহার করা হয়েছে। স্থানীয় কয়েকজন খুঁটি ধরতেই বালু ঝরে পড়ছে।

জানা গেছে, ৫৪৯ মিটার পিচের সড়ক নির্মাণকাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মিলিনিয়াম ডেভেলপমেন্টের মালিক মো. বাহার হোসেন গত ফেব্রুয়ারি মাসে এ সড়কটির নির্মাণকাজ শুরু করেন। নিম্নমানের ইট ও খোয়া হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম ও এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন। পরে চলতি মাসের ১ তারিখে ওই ঠিকাদার পুনরায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী আবার বাধা দেন। এলাকাবাসী ও এলজিইডি অফিস সংশ্লিষ্ট প্রকৌশল বাধা দিলেও ওই ঠিকাদার কারও তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।

সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী এমএ রশিদ বলেন, ‘আগে একবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করছিলেন। পরে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করেছি। এখন শুনছি আবার কাজ শুরু করেছে। আমি উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

স্থানীয় বাসিন্দা মো. নাসির হোসেন বলেন, ‘নিম্নমানের ইট ও খোয়া বিছানোর কাজ শেষ। আগেও একবার কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। তারা আবার কাজ শুরু করেছে।’

অভিযুক্ত ঠিকাদার বাহার হোসেন বলেন, ‘এগুলো বলে লাভ নাই ভাই। সবাই যেভাবে করে আমিও সেভাবে মিলে ঝিলে করছি। আমাকে কেউ বাধা দেয়নি। বাধা দিলেও লাভ কী? আমিতো কাজ শেষই করে ফেলেছি।’

কাজের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, ‘আমি নিজে গিয়ে রাস্তাটা দেখে এসেছি, খুবই খারাপ অবস্থা। কাজ বন্ধ করতে বলেছি, ঠিকাদার কথা শোনেন না।’

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘আমি ওখানে লোক পাঠিয়েছি, তাঁরা কথা শুনছে না। জোর করে কাজ করছে। রোববার পর্যন্ত অপেক্ষা করেন, তাঁর বিরুদ্ধে কুমিল্লা নির্বাহী প্রকৌশলী অফিসে লিখিত অভিযোগ করা হবে। সে জোর করে কাজ করছে দেখি তাঁর কত বড় ক্ষমতা।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের

মোঃ আবদুল আউয়াল সরকারঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার নতুন চেয়ারম্যান পদে পদায়ন হয়েছেন অধ্যাপক মো.জামাল নাছের। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর২০২২ খ্রিঃ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে পদায়ন করা হলো। নিজ বেতন ও বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন।

মো.জামাল নাসের ২০১৫ সালে তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন।পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই’র শিকারপুর গ্রামের ভাষা সৈনিক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।

নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোঃ জামাল নাছের বলেন, আমি শুরুতে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা  বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আর যেহেতু শিক্ষাবোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা পরিচালনা করে থাকে, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করবো। এটি আমার পূর্বের কর্মস্থল। কাজ করতে আমি সবার সহযোগীতা চাই।

কুমিল্লায় "দৈনিক আজকের দর্পণ" পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোঃ আবদুল আউয়াল সরকারঃ নবম বর্ষে পদার্পণ করেছে বহুল প্রচারিত দৈনিক আজকের দর্পণ পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ)সকাল  সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পালিত হয়েছে আজকের দর্পণ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।

 দৈনিক আজকের দর্পণ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খাঁনের সভাপতিত্বে ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা স্থানীয় সরকারের উপ পরিচালক(উপ -সচিব) শওকত ওসমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ আলমগীর খান মাইজভান্ডারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি  দেলোয়ার হোসেন জাকির,  ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন, সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন,  বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও  কলামিস্ট গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, একুশে সংবাদ পত্রিকার ব্যুরোচীফ ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন, একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, দৈনিক সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন, দৈনিক আলোর জগত পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,  দৈনিক আজকের প্রত্যাশার কুমিল্লা জেলা প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার পারুল আক্তার, সেলিনা আক্তার,নারী নেত্রী শাহিন সুলতানা,দৈনিক মুক্তির লড়াই পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,দৈনিক আজকের দর্পন পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে পত্রিকাটি সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। পত্রিকাটি যৌবনে পা রেখেছে। আমরা আশা করছি পত্রিকাটি পূর্বের মতই নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে।

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের দাফন সম্পন্ন



মোঃ আবদুল আউয়াল সরকারঃ মেডিকেয়ার জেনারেল হসপিটালের অর্থ পরিচালক নূর হোসেন রয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) ভোর ৫টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী,৫ ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে মেডিকেয়ার জেনারেল হসপিটালের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, এমডি,ডিএমডি, পরিচালক,কর্মকর্তা, কর্মচারি সকলে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাদ আসর নোয়াখালীর বেগমগঞ্জ ঘাটলা এয়ারপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে  তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের  মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে। তার মৃত্যুর খবর শুনে শহরের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনে স্বজনেরা ছুটে যান। দাফন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

রক্তের সম্পর্ক বনাম আত্মার সম্পর্ক---


মোসা: তাছলিমা আক্তারঃ স্বাভাবিকভাবে একজন মানুষের তার বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানাদির সাথে যে সম্পর্ক তা হলো রক্তের সম্পর্ক।আর একটা মানুষের চলাফেরা, কথাবার্তা কিংবা কর্মকান্ডের মাধ্যমে সমাজ, দেশ কিংবা জগতের অন্যান্য মানুষের সাথে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তা-ই হলো আত্মিক সম্পর্ক। মাঝে মাঝে আত্মার সম্পর্কের কাছেও হার মেনে যায় রক্তের সম্পর্ক। যুগে যুগে কিছু সেরা মানুষ পৃথিবীতে আসে তারা জয় করে আবার দ্রুত চলে যায়। 

একজন ক্ষণজন্মা মানুষের কথা দিয়ে আজকের প্রবন্ধটি শেষ করব।পৃথিবীতে যখন তিনি এসেছিলেন তখন আপনজনের নিকট তাঁর চাহিদা ছিল প্রবল ।তাঁর মাঝখানের জীবনটা ছিলপ্রচন্ড যুদ্ধ বিধ্বস্ত জীবন। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে যুদ্ধ করে চলতে হয়েছে প্রতিটা ক্ষেত্রে। প্রত্যেক পর্যায়ের মানুষকে তিনি আত্মার আত্মীয় মনে করেছেন। প্রতিটা মুহূর্তে তিনি ভাবতেন মানুষের কল্যাণের কথা।মানুষের উপকার করতে পারলে তিনি খুব আনন্দ পেতেন,শান্তি পেতেন। জীবনের প্রতিটা মুহূর্তে তিনি মানুষের কথা ভাবতেন। তিনি জীবনের শেষ কর্মদিবসেও দুটি ভেঙ্গে যাওয়ার পথে পরিবারকে এক করে দিয়ে গেছেন।তাঁর আত্মার মানুষগুলো এক এক করে চলে যাওয়ায় তাঁর মন ভেঙ্গে যায়।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাপ্রকাশ করেছেন ।
তিনি সবসময় উপদেশ দিতেন,মানুষের মত মানুষ হতে হবে, আকাশের মতো উদার হও, সাগরের মত বিশাল হও, পাহাড়ের মত উচুঁ হতে শেখো। বোকা থেকো না; বোকারা সামনে এগিয়ে যেতে পারে না।তিনি বলতেন- “মনটাকে বড় করো সাগরের মত, মন কখনো  ছোট করতে নেই”। ছোট মনের মানুষদেরকে তিনি পছন্দ ও করতেন না। শুধু বলতেন, মন বড় করো ;আত্মা দিয়েই মানুষের মন জয় করা যায়। কৃপণতা, বোকামী, পরনিন্দা, মিথ্যা তিনি পরিহার করে চলতেন। কারণ এগুলো যাদের মধ্যে থাকবে তারা কখনও মানুষের উপকারে আসে না। বিপদে ফেলে চলে যায়। কেউ ভাল করলে তিনি তার সম্মান করতেন এবং বাহবা দিতেন। তিনি দল মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষকে উপকার করতে পারলে আনন্দ পেতেন। তিনি মনে করতেন মানুষের যত ভালো করা যায় ততই তাঁর প্রশান্তি। তিনি বলতেন শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না ;আত্মা দিয়েও হয়। মানুষের কোন খারাপ সমালোচনা করতে পছন্দ করতেন না। তিনি যাদেরকে ভালো জানতেন তার সম্বন্ধে হাজারও খারাপ বললেও তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন মানুষের কল্যাণ করো।তিনি সকল পর্যায়ের মানুষের মন জয় করে জীবনে কোন কিছুই ভোগ না করে সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন।

তিনি আর কেহ নন, আমার বাবা জনাব এডভোকেট মোঃ নিজামুল হক। তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। মুক্তিযুদ্ধ কালীন ট্রেনিংও নিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং আজীন একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবা করে গেছেন। তিনি তাঁর সেবার মাধ্যমেই মানুষের আত্মার আত্মীয় হয়ে উঠেন এবং মানুষের প্রিয় হয়ে উঠেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসানের পর সামাজিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর জন্য মানুষের যে ভালোবাসা দেখেছি তা দেখে আমার সত্যিই মনে হয়েছে-“আত্মার সম্পর্কের কাছে মাঝে মাঝে রক্তের সম্পর্কও হার মেনে যায়"।

লেখকঃ
সহকারি শিক্ষক, ৪নং প্রজাপতি সরকারি প্রাথমিক  বিদ্যালয়,দেবিদ্বার, কুমিল্লা।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

টি-টোয়েন্টি থেকে মুশফিকের

লস্কর বার্তাঃ এশিয়া কাপ খেলে দেশে ফেরার এক দিনের মাথায় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২২) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন তিনি।

ফেসবুকের এক স্টাটাসে তিনি লেখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব।’

ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরো জানান, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



মোঃ আবদুল আউয়াল সরকারঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন। এ উপলক্ষে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাব এলাকায় "ড্রিম হলিডে পার্কে" সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার ও দপ্তর সম্পাদক রবিউল বাশার খাঁন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সিটিভি নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস।

উপস্হিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মোঃ বাবর হোসেন, সহ-সভাপতি মোঃআবদুল আউয়াল সরকার,সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার,এস এম শাহাদাৎ হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম সুমন,সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ তুহিন,প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মারুফ।

নির্বাহী সদস্য নারায়ণ কুন্ড,মোঃ সাইদুর রহমান সোহাগ,মোঃ মনির হোসেন, খন্দকার হুমায়ুন কবির, আরিফুর ইসলাম।

সাধারন সদস্য,আবুল কালাম মজুমদার, সৌরভ মাহমুদ হারুন, মোঃ শাহ আলম মজুমদার,অরূপ কৃষ্ণ পাল, দ্বিপক বর্মন,মোঃ মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- এ নবীন বরণ অনুষ্ঠিত



মোঃ আবদুল আউয়াল সরকারঃ উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) (২০২১-২০২২) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) সকালে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের  গভর্নিং বডির সদস্য বিশিষ্ট নারীনেত্রী পাপড়ি বসূ, উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, বি-বাড়ীয়া ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার, প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক রেহেনা শিরিন, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের হিসাব রক্ষন কর্মকর্তা কে এম এ মোহাইমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিগণ একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না। সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকলকে দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ব হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতীকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় পাসের জন্য লেখাপড়া নয়, ভাল মানুষ হয়ে মানুষের সেবা করার জন্য লেখাপড়া। প্রকৃত মানুষ হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সহযোগী অধ্যাপক আলী আহসান টিটু।

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কুমিল্লায় অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ
কুমিল্লা নগরী ও চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ স্বাস্থ্য ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দাউদকান্দি উপজেলার আরও চারটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। 

সোমবার (২৯ আগস্ট২০২২ খ্রিঃ) বিকালে পৃথক অভিযানে ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশের পর সোমবার কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলার অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী বাজারের তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লা নগরীর সদর হাসপাতাল রো‌ডের ফেয়ার কনসালটেশন ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

কুমিল্লা জেলায় অবৈধ পাঁচ শতাধিক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা হাসপাতাল-ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে ধারনা করছেন জেলা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব। তিনি জানান, আশা করি অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু বলেন, অভিযানে লাইসেন্স না থাকায় তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। সেগুলো হলো—হেলথ কেয়ার মেডিক্যাল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, অনিয়মের অভিযোগে দাউদকান্দি উপজেলার চারটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রমান্বয়ে সব স্বাস্থ্য ক্লিনিকে অভিযান পরিচালনা করা হবে।

কুমিল্লায় অনুমোদিত বা বৈধ বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সংখ্যা ৪০৪টি । এর মধ্যে ১৮৪টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার। বাকিগুলো ক্লিনিক, ডায়গনস্টিক বা ডেন্টাল ক্লিনিকসহ অন্যান্য প্রতিষ্ঠান। এছাড়া আরো ৩০ টি প্রতিষ্ঠানের লাইসেন্স কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

কুমিল্লায় ১৭ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকায় গলা কেটে দুই ভাইসহ তিন জন হত্যার মূল আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল।

রোববার (২৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সোমবার (২৯ আগস্ট ২০২২ খ্রিঃ) দুপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, ২০০৭ সালে ৭ জানুয়ারি রাতে শ্রীয়াং বাজার থেকে কাঁচামাল ও পান ব্যবসায়ী মনিন্দ দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং অপর পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফেরার পথে রাসেল ও তার সহযোগীরা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভিকটিমরা আক্রমণকারীদের চিনতে পারায় পার্শ্ববর্তী মাঠে নিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন লাকসাম থানায় মামলা করেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক নাহার বেগম শিউলি হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেন। আসামিদের মধ্যে রাসেল ও স্বপন পলাতক ছিল। এ মামলার অন্য তিন আসামি আবদুর রহমান, ফারুক হোসেন ও শহীদুল্লাহ কারাগারে রয়েছেন।

রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কুমিল্লায় "নিউরণ এসোসিয়েশন" এর উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়



মোঃ আবদুল আউয়াল সরকার।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নের সিঙ্গাপুর এলাকায় ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন নিউরণ এসোসিয়েশনের উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট ২০২২ খ্রিঃ) সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত আমরা পরিবর্তনের জন্য   এ স্লোগানকে সামনে রেখে ৬০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন, নিউরণ এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আদনানের সভাপতিত্বে অত্র সংগঠনের সদস্য বৃন্ধ সহ এলাকার মান্যগন্য  ব্যাক্তিবর্গগণ।

জানা গেছে, নিউরণ এসোসিয়েশন সংগঠনটি মূলত কুমিল্লা ঠাকুরপারায় অবস্থিত" ইনস্টিটিউট অব হেলথ  টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর এক ঝাক তরুণ শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়েছে। অত্র সংগঠনের কর্তব্যরত দায়িত্বশীলদের মতে সামাজকে নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে সর্বদায়। তাছাড়াও সমাজে নতুনত্ব আনলেই পরিবর্তন ঘটবে বলে বিশ্বাস করেন সকলে।

কুমিল্লার রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ দুই কেজির মুরগিতে ৪০০ গ্রাম কম। নেওয়া হয়েছে ১১৬ টাকা বে‌শি। এ ঘটনায় কুমিল্লার এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

শুক্রবার (২৬ আগস্ট২০২২ খ্রিঃ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। 

এ সময় বিভিন্ন অভিযোগে আরও চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ এলাকায় মুরগিসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় তদার‌কি টি‌মের ছদ্মবেশী সদ‌স্যের কা‌ছে দুই কে‌জি ওজনের সোনালি মুরগি ৪০০ গ্রাম কম দেওয়ায় এবং ১১৬ টাকা বে‌শি নেওয়ায় রু‌বেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। পরে ওজ‌নে কারচুপির কা‌জে ব‌্যবহৃত চার‌টি প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

শনিবার, ৩০ জুলাই, ২০২২

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্ল
কুমিল্লার সাংবাদিকদের প্রানকেন্দ্র কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়েদ মাহমুদ পারভেজ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। 

শনিবার (৩০ জুলাই২০২২ খ্রিঃ) বেলা ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এ ভোটগ্রহন সম্পন্ন হয়। সন্ধা ৭ টায় ফলাফল ঘোষনা করা হয়।দীর্ঘ ৮ বছর পর কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২জন, সহ- সাধারণ সম্পাদক পদে ২ জন, সাহিত্য সাংস্কৃতিক ক্রীড়া পদে ২জন এবং পাঠাগার সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।

নির্বাচনে ৫৬ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্য ১টি ভোট বাতিল বলে গন্য হয়। মোট প্রাপ্ত ভোটে প্রার্থীদের মধ্যে 
সভাপতি পদে মো. লুৎফর রহমান ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক রূপসী বাংলা পত্রিকার বার্তা সম্পাদক আসিফ তরুণাভ। তিনি ১৪ ভোট পেয়ে দ্বিতীয় হন। এছাড়াও সভাপতি পদে দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা পেয়েছেন ৪ ভোট এবং একাত্তর টিভির স্টাফ রিপোর্টার এনামুল হক ফারুক পান ৯ ভোট।

সহ-সভাপতি পদে দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়ে ১ম সহ- সভাপতি, ডেইলি অবজারভারের কুমিল্লা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল ৩৫ ভোট পেয়ে ২য় সহ-সভাপতি এবং নিউ এইজ এর জেলা প্রতিনিধি ইয়াসমিন রীমা ৩২ ভোট পেয়ে পরাজিত হন।  

সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময় পত্রিকার কুমিল্লা প্রতিনিধি সাইয়েদ মাহমুদ পারভেজ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন ১৭ভোট পেয়ে পরাজিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির জীবন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ২০ ভোট পেয়ে পরাজিত হন। 

সহ -সাধারণ সম্পাদক পদে সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির রনি ১৪ ভোট পেয়ে পরাজিত হন। 

দপ্তর সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান ২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন ২৩ ভোট পেয়ে পরাজিত হন। 

পাঠাগার সম্পাদক পদে দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক হাবীবুর রহমান খান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন জাকির ২২ ভোট পেয়ে দ্বিতীয় এবং জসীম উদ্দিন কনক ৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ৪০ভোট পেয়ে বিজয়ী হয়েছে দৈনিক শ্রমিকের বার্তা সম্পাদক আরিফ সেলিম ওপেল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিক বিবর্তনের সম্পাদক দিলিপ মজুমদার পেয়েছেন ১২ ভোট। 

এছাড়াও অর্থ সম্পাদক পদে   তাওহীদ হোসেন মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নেকবর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক  পদে এন কে রিপন  বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন।

কার্যনির্বাহী সম্পাদক পদে  মোতাহার হোসেন মাহবুব, অধ্যাপক জালাল উদ্দিন, ওমর ফারুকী তাপস, মাহবুব আলম বাবু, সেলিম মুন্সি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

উক্ত নির্বাচনে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার প্রধান নির্বাচন কমিশনার, আবুল হাসানাত বাবুল ও এ্যাডভোকেট মাহবুবুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

শনিবার, ২৫ জুন, ২০২২

ডাঃ এনামুল হকের প্রচেষ্টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে সেবার মান

মোঃ আবদুল আউয়াল সরকার,
স্টাফ রিপোর্টার,কুমিল্লাঃ মান বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার। যে কারণে দিন দিন বাড়ছে রোগিদের চাহিদা। পরিষ্কার-পরিচ্ছন্নতায় পাল্টে গেছে হাসপাতালের ভেতর ও বাইরের চিত্র। আগের তুলনায় বর্তমানে ভালো সেবা পেয়ে খুশি রোগি ও স্বজনরা। যে কারণে আগের তুলনায় বর্তমানে রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ।

কুমিল্লার দেবিদ্বার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চিকিৎসা সেবার মান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে অতিতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন থাকলেও সেই অবস্থার এখন অনেকটা পরিবর্তন হয়েছে। 

জানা গেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হকের যোগদানের পর হাসপাতালে স্বাস্থ্যসেবা নিতে এসে সবাই যাতে ভালো পরিবেশ পান, সেই ব্যাপারে তিনি আন্তরিকভাবে চেষ্টা করে থাকেন। যোগদানের পর প্রথমেই তিনি নজর দেন হাসপাতালের ভিতর-বাহিরে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মকর্তা/কর্মচারী যাতে সুশৃঙ্খল পরিবেশে নিজ নিজ কর্ম সঠিকভাবে পালন করেন এসেই এ ব্যাপারে সচেষ্ট হন। চিকিৎসা সেবার মান ভালো করার লক্ষ্যে হাসপাতালে রোগীর সেবায় নিয়োজিতরা ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারী তাদের কাজকর্মে ফাঁকি না দিতে পারেন তার জন্য তিনি নিবিড় মনিটরিং করেন এবং নানা প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার মধ্যেও অল্প সময়ের মধ্যে এখানে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তিনি ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে আমূল পরিবর্তন এনেছেন।

কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই এলাকার জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছেন। অবকাঠামোগত স্বল্পতা থাকার পরও তাঁরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হকের যোগদান করার পর থেকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা আরো জনমুখী এবং গতিশীল রূপ লাভ করেছে। তারই ধারাবাহিকতায় ২৩ জুন ২০২২ খ্রিঃ দিনটি এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।
১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণভাবে অজ্ঞান করার (জেনারেল এনেসথেসিয়া) মাধ্যমে এত বড় কোনো অপারেশন (Laparatomy followed by Appendicectomy with Rt. Ovarian Cystectomy) সফলভাবে সম্পন্ন করা হল।
রোগী আর্থিকভাবে হতদরিদ্র বলে অপারেশনটি অন্য কোথাও করা তার পক্ষে সম্ভব ছিল না। রোগীর বিশেষ অনুরোধে ডাঃ মোঃ এনামুল হক নিজস্ব উদ্যোগে এনেস্থেসিয়া মেশিন এর ব্যবস্থা করেন। অপারেশন করেন যৌথভাবে অত্র হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: তামান্না আফতাব সোলাইমান এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. মোশাররফ হোসেন টিটু,সহকারি সার্জন ডা: সাদ্দাম।
অপারেশনের এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা: মোঃ নাজমুল হাসান সাঈদ,  ডা. শরিফুল ইসলাম শাকিল;ছিলেন সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয় ও আয়া।
সার্বক্ষণিক ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: মন্জুর রহমান।

সার্বিক কাজে সহযোগিতা ও নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক ।
 
তাঁর গতিশীল ও উদ্ভাবনী নেতৃত্বে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবিদ্বার উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার আশা-ভরসার প্রাণ কেন্দ্রে পরিণত হবে বলে দৃঢ় বিশ্বাস পোষণ করছি এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ

মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
দিরাইতে ভয়াবহ বন্যায় পানিবন্দী অসহায় মানুষ ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রের সর্বস্তরের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবার।

আজ ২৫ জুন রোজ শনিবার, টংগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, আলহাজ্ব আব্দুল মতলবি উচ্চ বিদ্যায় আশ্রয় কেন্দ্রে ও টংগর, জারুলিয়া, রাড়ইল তারাপাশা মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে, ও মাদ্রাসায় থাকা শিক্ষক শিক্ষার্থীদের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও টংগর গ্রামে বন্যার্ত পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবারের সদস্য মোঃ ফখরুল ইসলাম আলা মিয়া বলেন, এই দূর্যোগ সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। যারযার অবস্থান থেকে সামর্থ অনুযায়ী বন্যার্ত মানুষের বিপদের সময়ে পাশে দাড়াতে হবে। আপনাদের সহযোগিতায় বন্যার্তদের মুখে কিছু টা হাসি ফুটিয়ে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা করছি।

দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল ওয়াদুদ খান বলেন, এই দুর্দিনে আশ্রয় কেন্দ্রে প্রায় পরিবারের মধ্যে রান্না করার সুযোগসুবিধা নেই, অনেক পরিবার শুকনো খাবার খাচ্ছে, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ অনুযায়ী শুকনো খাবার দিয়েছি, আজ আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করছেন সত্যি প্রশংসনীয় কাজ, এভাবেই আমাদের বন্যার্ত মানুষের পাশে দাড়াতে হবে।

দৈনিক জনতার কণ্ঠ বার্তা সম্পাদক এস এম উমেদ আলী বলেন, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবারের সদস্য ও দৈনিক জনতার কণ্ঠ উপদেষ্টা জনাব আবাব মিয়া সাহেবের বড় ভাই নেদারল্যান্ডস প্রবাসী শাহ্ দুলা হোসেন এই দুর্দিনে রান্না করা খাবার বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন, দোয়া করি মহান আল্লাহ পাক নেক হায়াত দান করুক। 

টাংগর গ্রামের তরুণ সমাজসেবক সুশিক্ষিত ব্যক্তি মোঃ ওয়াছিদ মিয়া বলেন, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাষ্ট এর পরিবার আমাদের গ্রামের দানশীল পরিবার, প্রায় সময়ই আমাদের গ্রামের মানুষসহ বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্য গোপনে একা দারে দান করেই যাচ্ছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এ-সময় উপস্থিত ছিলেন, পিতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ছুফি মিয়া, হাজী আবলাছ মিয়া, অজুদ মিয়া। সাদ্দাম হোসেন, আরো গণ্যমান ব্যক্তিগণ।

সোমবার, ২ মে, ২০২২

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী মোঃ মোতাহির মিয়া

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবিদেশ সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন লন্ডন প্রবাসী, সম্পাদক মন্ডলীর সভাপতি কালের সিলেট,
পরিচালকঃ আলহাজ্ব মাসুক মিয়া কল্যান ট্রাষ্ট.
সহ-সভাপতিঃ আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়. উপদেষ্টাঃ কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ, সদস্যঃ সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে,
সদস্যঃদিরাই ইনভেস্টমেন্ট ফোরাম ইউকে, মোঃ মোতাহির মিয়া।

বাণীতে তিনি আরো বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ- এ প্রত্যাশা করি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ও ঈদ মোবারক।

দেশবিদেশ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুর আলম চৌধুরী

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মঞ্জুর আলম চৌধুরী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ও সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এসময় তিনি ১নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ উল ফিতর।

ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি ভুলে ন্যায়, সাম্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে একযোগে কাজ করা।

রবিবার, ১ মে, ২০২২

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার সামায়ুন কবির

শফিকুল ইসলাম স্বাধীনঃ তাহিরপুর উপজেলা সহ ও দেশবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ সামায়ুন কবির।

এক শুভেচ্ছা বার্তা মেম্বার মোঃ সামায়ুন কবির বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। 

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অমরা খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। 

দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ৭নং ওয়ার্ড সহ সারাবাংলায়, সারাবিশ্বে। 

শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। 

এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

তিনি আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। 

ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 

আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।

মেম্বার মোঃ সামায়ুন কবির। তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। 

মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্য - পবিত্র ঈদুল ফিতরে এ প্রত্যাশা করি


শুভেচ্ছান্তে
মোঃ সামায়ুন কবির ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ, ৭নং ওয়ার্ড মেম্বার।