মোঃ আবদুল আউয়াল সরকারঃ মেডিকেয়ার জেনারেল হসপিটালের অর্থ পরিচালক নূর হোসেন রয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) ভোর ৫টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী,৫ ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে মেডিকেয়ার জেনারেল হসপিটালের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, এমডি,ডিএমডি, পরিচালক,কর্মকর্তা, কর্মচারি সকলে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাদ আসর নোয়াখালীর বেগমগঞ্জ ঘাটলা এয়ারপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে। তার মৃত্যুর খবর শুনে শহরের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনে স্বজনেরা ছুটে যান। দাফন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন