সোমবার, ২ মে, ২০২২

দেশবিদেশ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুর আলম চৌধুরী

মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
দিরাই উপজেলার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মঞ্জুর আলম চৌধুরী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, কুলঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ও সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এসময় তিনি ১নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ উল ফিতর।

ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি ভুলে ন্যায়, সাম্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে একযোগে কাজ করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন