সোমবার, ২৯ আগস্ট, ২০২২

কুমিল্লায় ১৭ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকায় গলা কেটে দুই ভাইসহ তিন জন হত্যার মূল আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল।

রোববার (২৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সোমবার (২৯ আগস্ট ২০২২ খ্রিঃ) দুপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, ২০০৭ সালে ৭ জানুয়ারি রাতে শ্রীয়াং বাজার থেকে কাঁচামাল ও পান ব্যবসায়ী মনিন্দ দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং অপর পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফেরার পথে রাসেল ও তার সহযোগীরা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভিকটিমরা আক্রমণকারীদের চিনতে পারায় পার্শ্ববর্তী মাঠে নিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন লাকসাম থানায় মামলা করেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক নাহার বেগম শিউলি হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেন। আসামিদের মধ্যে রাসেল ও স্বপন পলাতক ছিল। এ মামলার অন্য তিন আসামি আবদুর রহমান, ফারুক হোসেন ও শহীদুল্লাহ কারাগারে রয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন