মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ দুই কেজির মুরগিতে ৪০০ গ্রাম কম। নেওয়া হয়েছে ১১৬ টাকা বেশি। এ ঘটনায় কুমিল্লার এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (২৬ আগস্ট২০২২ খ্রিঃ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম।
এ সময় বিভিন্ন অভিযোগে আরও চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ এলাকায় মুরগিসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদারকি টিমের ছদ্মবেশী সদস্যের কাছে দুই কেজি ওজনের সোনালি মুরগি ৪০০ গ্রাম কম দেওয়ায় এবং ১১৬ টাকা বেশি নেওয়ায় রুবেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওজনে কারচুপির কাজে ব্যবহৃত চারটি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন