শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭

জৈন্তাপুরে বিদ্যুৎ সরবরাহে আসছে পল্লী বিদ্যুৎ , গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

সালমান বিন বিলাল :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১০ হাজারের অধিক বিদ্যুৎ গ্রাহকের প্রাণের স্পন্দন পিডিবি বিদ্যুৎ এখন পল্লী বিদ্যুতের নিকট হস্তান্তার করা হচ্ছে৷ ইতোমধ্যে হস্তান্তরের প্রক্রিয়া চুড়ান্ত হয়ে গেছে৷

জৈন্তাপুর উপজেলা বাসীকে আধারে রেখে পল্লী বিদ্যুতে রূপান্তরীত করা হচ্ছে৷ ফলে গ্রাহকের মাঝে বিরাজ করছে চরম অসন্তোষ।

ইতিমাধ্যে হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা না হলে চরম বিদ্যুৎ ভোগান্তিতে পড়তে হবে গোটা উপজেলার ১০ হাজারের অধিক গ্রাহকদের৷

ইতোমধ্যে জৈন্তাপুর উপজেলার পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রিত এলাকা অাগফৌদ, বিড়াখাই, লামনীগ্রাম, বাউরভাগ কান্দি, মল্লীফৌদ, কাটাখাল, খারুবিল, অাসামপাড়া, অাদর্শগ্রাম, ঘিলারতৈর ও ফুলবাড়ী এলাকার পল্লী গ্রাহকরা সপ্তাহে ১০ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না৷ এর উপর যদি জৈন্তাপুর উপজেলার ১০ হাজারের অধিক সংখ্যাক গ্রাহকদের পল্লী বিদ্যুতের অাওতায় নিয়ে যাওয়া হয় তাহলে দূর্ভোগের মাত্রা চরম আকার ধারন করবে৷

এদিকে ১৯৮৩ সালের প্রথম দিকে জৈন্তাপুর উপজেলায় ২শতাধিক পরিবার দিয়ে বাংলাদেশ বিদ্যুত বিতরন বিভাগ যাত্রা শুরু করে৷ বর্তমানে এই গ্রাহক সংখ্যা বৃদ্ধি হয়ে ১০ হাজারের অধিক ছড়িয়েছে৷

সম্প্রতি গ্রাহকের চাহিদা কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য ইমরান অাহমদের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন সাব ষ্টেশন স্থাপন করা হয়৷ ফলে জৈন্তাপুর উপজেলার পিডিপির গ্রাহকরা বৃষ্টি ঝড় তুফানের মধ্যে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ হচ্ছে৷

অপরদিকে এই অঞ্চলে উল্লেখিত গ্রাম সমুহের গ্রাহকরা সপ্তাহের পর সপ্তাহ বিদ্যুৎ পাচ্ছেন না৷

এদিকে জৈন্তাপুর অাবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মাধ্যমে সরকার প্রতি মাসে ১কোটি টাকার উপরে রাজস্ব রেভিনিউ পাচ্ছে৷ বিদ্যুৎ বিতরন বিভাগের মোট বিতরনের ১% শতাংশের নিচে বিল বকেয়া থাকে না৷ যাহা অন্য কোন জেলায় নেই৷ তারপরও জৈন্তাপুর হতে পিডিবির বিদ্যুৎ পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর করা হচ্ছে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন