মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭

সিলেটের ১৪৮ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসার খতমে বুখারী অনুষ্টিত

সালমান বিন বিলাল ::
২৬/০৪/২০১৭ মঙ্গলবার সিলেটের ১৪৮ বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ‘জামেয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসা ও হযরত আয়শা সিদ্দিক্বা রা: মহিলা মাদ্রাসা হেমু  হরিপুর বাজার
জৈন্তাপুর -এর সর্বোচ্চ স্তর তাকমীল ফিল হাদিসের অন্যতম কিতাব বোখারী শরীফের শেষ দরস তথা খতমে বুখারী অনুষ্টিত হয়। খতমে বুখারীতে পাঠ দান করেন শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (দা:বা:)।

ওলীয়ে কামেল আল্লামা ঈদরিস আলী রহ: এর মেহনতের ফসল সিলেটের জৈন্তাপুর উপজেলার ১৪৮ বছরের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসা ও হযরত আয়শা সিদ্দিক্বা রা: মহিলা মাদ্রাসা হেমু  হরিপুর বাজার জৈন্তাপুর সিলেট’-এর সর্বোচ্চ স্তর তাকমীল ফিল হাদিসের (মাষ্টার্স) অন্যতম কিতাব বোখারি শরীফের শেষ দরস উপলক্ষে জামেয়ার পক্ষ থেকে ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে মাদ্রাসা সংলগ্ন  মসজিদে খতমে বোখারি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৮৬৯ ইংরেজীতে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ওলীয়ে কামেল আল্লামা ঈদ্রিস আলী (রহ:) প্রতিষ্ঠা করেন এই দ্বীনি বাগান, যে বাগান পৃথিবীর আনাচে কানাচে ছড়াচ্ছে এখনো অনুপম সৌরভ।
ওলীয়ে কামেল আল্লামা ঈদরিস আলী (রহ.) এর হাতে প্রতিষ্ঠিত অত্র জামেয়ার দাওরায়ে হাদীস (মাস্টার্স) হুজুরের অক্লান্ত পরিশ্রমে ফসল এই কাফেলা আজ ও বহমান আছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও খতমে বুখারী অনুষ্টিত হয়। আজ জোহরের পর আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী হুজুরের আখেরি দরসের মাধ্যমে শেষ হয় বুখারী শরীফ সবক । উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মুফতি জিল্লুর রহৃান ক্বাসিমী। এছাড়াও ছাত্রদের উদ্যেশ্যে গুরুত্বপুর্ণ নসিহত পেশ করেন জামেয়ার শাইখুল হাদিস আল্লামা আব্দুস সাত্তার সাহেন (দা:বা:)। খতমে বুখারীর শেষ দরস, ছাত্রদের উদ্যেশ্যে দিকনির্দেশনামুলক নছিহত ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। মোনাজাতে
দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনায় মাধ্যমে দোয়া ও মাহফিলের সমাপ্তি করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন