এম.সোহেল রানা,মেহেরপুর
.
মানবতাবোধ ! সে তো এক দূর্লভ চরিত্রের নাম...
মানবতা আজ সমূদ্রের বেলাভূমির
চুরাবালিতে ঢেকে গেছে,
মানুষের হৃদয় আজ সাহারা মরুভূমিয়
পরিণত হয়েছে
হয়েছে কঠিণ থেকে কঠিণতম মমতাহীন
নরপিশাচ।
হৃদয় আকাশ কালোমেঘে ছেঁয়ে আছে
ঝড়হাওয়া বুকে চেপে
মানুষের যে সততা মানবতাবোধ ক্রমে
ক্রমে হারিয়ে ফেলছে,
মানুষ হয়ে গেছে ঈর্ষা,হিংসায় জর্জরিত
অসৎ কর্মে হচ্ছে লিপ্ত
টাকার দম্ভে আজ মানুষ হিংস্র প্রাণির
মত হয়েছে ক্ষিপ্ত।
মানবতা...! আজ কোথায়
মানবতা,কোথায় সেই মানবতাবোধ?
মানবতাবোধ আজ টাকার লোভে
হয়েছে কি যে নিদারুন অসহায় ,
অফিস-আদালত টাকার বিনিময়ে কাজ
চলে,নয় সততা-মানবতায়
মনে যে হয় ঘুষের টাকায় বেতন ওদের
কোন প্রকৃত বেতন নেয়।
চাকুরি ক্ষেত্রে,টাকার টেন্ডারে ডাকের
যোগ্যতা থাকা চায়
হয় না চাকুরি,থেকেও প্রকৃত
যোগ্যতা,সততা শিক্ষা ও দিক্ষায়,
মানবতাবোধ আজ হারিয়ে গেছে অসৎ
চরিত্রের গোহীন অরণ্যে
তোলিয়ে গেছে নির্বোধ অযোগ্যতা
জ্ঞানহীন সমূদ্রতলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন