বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

প্রতিদান... এম.সোহেল রানা,মেহেরপুর।

__________________________________
২৬ জানুয়ারী-১৭ বৃহস্পতিবার,
সন্ধ্যা ৬ ঘটিকার সময় প্রকাশিত।
লস্কর বার্তা.কম। সাহিত্য ও গদ্য।
´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´
..
আমি আর কোন মেয়ে লোককে বিশ্বাস করতে পারিনা.....
কারণ-
মেয়ে লোককে আমার কাছে কবুতরের ন্যায় মনে হয়,
যাকে আমি আমার সর্বস্ব সত্তা দিয়ে তিল তিল করে গড়ে ছিলাম।
সে আজ...
সে আজ আমাকে এভাবে ভুলে যাবে
এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি।
আচ্ছা!
আমরা তো দু'জনি আমাদের চলার পথে
জীবন গড়ার তরে একটা রঙিন স্বপ্ন দিয়ে নঁকশা এঁকেছিলাম।
তোমার কি সেটা স্মরণে আছে? বুঝি নেয়!
তবে কি সেই স্বপ্নটি আঁকতে মোদের ভুল ছিলো? হয়তো বা!
আসলে আমার অগাধ বিশ্বাস ছিলো তোমার উপরে....
তাই অনেকের কাছে আমি প্রায়ই বলতাম...
পৃথিবীর সমস্ত লোকবল যদি ওজনে থাকে এক পাল্লায়
আর আমি! আমার বিশ্বাস থাকবো একপাল্লায়
তবুও... তবুও...
আমার বিশ্বাসটাই সব চেয়ে ওজনে বেশি ভারী হবে।
এখন দেখছি সেই বিশ্বাসের ভিত্তিটা যে,
এতই দূর্বল হয়ে পড়েছিলো কখনো বুঝতেই পারিনি।
আর সেই ভিত্তিটা গড়তেই আমার জীবনে
সব চেয় বড় ভুল করে ফেলেছি।
আর সে ভুলটা এতই কঠিণ হয়ে হৃদয় স্পর্শ করে
যা আমি সহ্য করতেই পারিনা।
তার মাশুল দিতে আজ আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে
ভেঙ্গে জ্বালিয়ে পুঁড়িয়ে তছনছ করে ফেলছে।
তাই এখন মেয়েলোকদের কে আমার খুব ভয় হয়,
"তারা শুধু জীবন ভাঙতে পছন্দ করে গড়তে নয়"
তাদের নিয়ে কোন স্বপ্ন দেখালে সেটা স্বপ্নই মনে করে বাস্তবে নয়।
আমি যে স্বপ্নটা এঁকেছিলাম তোমাকে নিয়ে
আসলে সেটা স্বপ্ন ছিলোনা...
কিন্তু.. তুমি সেগুলো স্বপ্নের ন্যায় মনে করেছিলে।
তাই এর "প্রতিদান" দিয়েছিলে তুমি এই ভাবে,
যাতে করে বাস্তবে চিরদিন মনে রাখা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন