রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

চাকুরীওয়ালা স্বামী এম সোহেল রানা, মেহেরপুর।

১৫ জানুয়ারী-১৭ রবিবার,
বিকাল ৩ ঘটিকার সময় প্রকাশিত।
লস্কর বার্তা.কম। সাহিত্য ও গদ্য।
´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´´

যেমন তেমন হোকনা সে যে,হোকনা কালা-ধলা,
মোর স্বপ্নের স্বামী খুঁজছি তারে,হতে হবে চাকুরীওয়ালা।
স্বামী থাকবে অফিসেতে ফিরবে সন্ধে হলে বউয়ের সময় কাটবে বেশি বিউটিপার্লার আর শপিংমলে।

স্বামী মোরে যাবে নিয়ে মডেল-সুপার মার্কেটেতে
সওদা করবো ব্যাগটি সে যে থাকবে নিয়ে হাতে,
জিনিস-পত্র রাখবো সেথায় থাকবে পিছু
পিছু
স্বামী সে যে কোলুর বলদ বলার নেয় যে কিছু।

কুলি-মজুর সেঁজে পুুরুষ চাকরির তরে দড়া-দড়ি রেলষ্টেশনে
বউ যায় অ্যান্ড্রোয়েড সেট কিনতে মোবাইল ষ্টেশনে,
গার্মেন্টসেতে গেলে দেখি সেথায় শুধুই নারীর মাথা
কসমেটিক্স আর ইষ্টেশনারীর দোকানে গুনছে শুধু টাকা।

স্বামী যে তার উপার্যন করে মাথার ঘাম পায়ে ফেলে
বউ চেয়ারম্যান খরচ করে দু'হাতে আঁচল ভরে,
কেনা-কাটা করতে যে বউ পটু ফ্যাশান শো'তে
বন্ধুর সাথে ডেটিং-এ তার সময়টা দারুন কাটে।

চাকুরীওয়ালার বউ হলেই, রাণী সেঁজে থাকা যায়
স্বামী যে তার ভেড়ার ন্যায় সেটা দেখলেই মনে হয়,
বউয়ের উপর খবরদারী স্বামী যদি কখনো করে
স্বামী যে বউয়ের কর্মচারী বুঝায়বো দু'কান মুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন