মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কুমিল্লায় অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ
কুমিল্লা নগরী ও চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ স্বাস্থ্য ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দাউদকান্দি উপজেলার আরও চারটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। 

সোমবার (২৯ আগস্ট২০২২ খ্রিঃ) বিকালে পৃথক অভিযানে ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশের পর সোমবার কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলার অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী বাজারের তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লা নগরীর সদর হাসপাতাল রো‌ডের ফেয়ার কনসালটেশন ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

কুমিল্লা জেলায় অবৈধ পাঁচ শতাধিক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা হাসপাতাল-ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে ধারনা করছেন জেলা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব। তিনি জানান, আশা করি অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু বলেন, অভিযানে লাইসেন্স না থাকায় তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। সেগুলো হলো—হেলথ কেয়ার মেডিক্যাল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, অনিয়মের অভিযোগে দাউদকান্দি উপজেলার চারটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রমান্বয়ে সব স্বাস্থ্য ক্লিনিকে অভিযান পরিচালনা করা হবে।

কুমিল্লায় অনুমোদিত বা বৈধ বেসরকারি হাসপাতাল ক্লিনিকের সংখ্যা ৪০৪টি । এর মধ্যে ১৮৪টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার। বাকিগুলো ক্লিনিক, ডায়গনস্টিক বা ডেন্টাল ক্লিনিকসহ অন্যান্য প্রতিষ্ঠান। এছাড়া আরো ৩০ টি প্রতিষ্ঠানের লাইসেন্স কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সোমবার, ২৯ আগস্ট, ২০২২

কুমিল্লায় ১৭ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকায় গলা কেটে দুই ভাইসহ তিন জন হত্যার মূল আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল।

রোববার (২৮ আগস্ট) রাতে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সোমবার (২৯ আগস্ট ২০২২ খ্রিঃ) দুপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, ২০০৭ সালে ৭ জানুয়ারি রাতে শ্রীয়াং বাজার থেকে কাঁচামাল ও পান ব্যবসায়ী মনিন্দ দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং অপর পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফেরার পথে রাসেল ও তার সহযোগীরা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভিকটিমরা আক্রমণকারীদের চিনতে পারায় পার্শ্ববর্তী মাঠে নিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন লাকসাম থানায় মামলা করেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক নাহার বেগম শিউলি হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায় দেন। আসামিদের মধ্যে রাসেল ও স্বপন পলাতক ছিল। এ মামলার অন্য তিন আসামি আবদুর রহমান, ফারুক হোসেন ও শহীদুল্লাহ কারাগারে রয়েছেন।

রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কুমিল্লায় "নিউরণ এসোসিয়েশন" এর উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়



মোঃ আবদুল আউয়াল সরকার।। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নের সিঙ্গাপুর এলাকায় ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন নিউরণ এসোসিয়েশনের উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে। 

শনিবার (২৭ আগস্ট ২০২২ খ্রিঃ) সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত আমরা পরিবর্তনের জন্য   এ স্লোগানকে সামনে রেখে ৬০০ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন, নিউরণ এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আদনানের সভাপতিত্বে অত্র সংগঠনের সদস্য বৃন্ধ সহ এলাকার মান্যগন্য  ব্যাক্তিবর্গগণ।

জানা গেছে, নিউরণ এসোসিয়েশন সংগঠনটি মূলত কুমিল্লা ঠাকুরপারায় অবস্থিত" ইনস্টিটিউট অব হেলথ  টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর এক ঝাক তরুণ শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়েছে। অত্র সংগঠনের কর্তব্যরত দায়িত্বশীলদের মতে সামাজকে নতুন কিছু উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে সর্বদায়। তাছাড়াও সমাজে নতুনত্ব আনলেই পরিবর্তন ঘটবে বলে বিশ্বাস করেন সকলে।

কুমিল্লার রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা



মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ দুই কেজির মুরগিতে ৪০০ গ্রাম কম। নেওয়া হয়েছে ১১৬ টাকা বে‌শি। এ ঘটনায় কুমিল্লার এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

শুক্রবার (২৬ আগস্ট২০২২ খ্রিঃ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম। 

এ সময় বিভিন্ন অভিযোগে আরও চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, নগরীর রাজগঞ্জ এলাকায় মুরগিসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় তদার‌কি টি‌মের ছদ্মবেশী সদ‌স্যের কা‌ছে দুই কে‌জি ওজনের সোনালি মুরগি ৪০০ গ্রাম কম দেওয়ায় এবং ১১৬ টাকা বে‌শি নেওয়ায় রু‌বেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। পরে ওজ‌নে কারচুপির কা‌জে ব‌্যবহৃত চার‌টি প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়।