শনিবার, ২ জুলাই, ২০১৬

সিলেট মহানগর যুব জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন,শান্তি প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে --- আল্লামা মনছুরুল হাসান রায়পুরী

হাফিজুল ইসলাম লস্কর:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সভাপতি শায়খুল হাদীস হাফিজ মাওলানা মনছুরুল হাসান রায়পুরী বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে সরকার শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদকে প্রাধান্য দিয়ে ৯০ভাগ মুসলমানদের এই দেশকে নাস্তিকদের আখড়া বানাতে চায়। যুবকদের ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে দেশের মানুষকে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি যুুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, মাওলানা মুহি উদ্দিন খান রাহ. স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শুক্রবার যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা ছদরুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বর্ষিয়ান ইসলামি চিন্তাবিদ জমিয়ত নেতা মরহুম মাওলানা মুহি উদ্দিন খানের স্মৃতিচারণ করে প্রধান আলোচকের বক্তব্যে যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরফ উদ্দিন ইয়াহহিয়া ক্বাসেমী বলেন, এ দেশের মুসলমানদের ঈমানী চেতনাকে জাগ্রত করার জন্য মাওলানা মুহি উদ্দিন খান (রাহ.)’র ভূমিকা ছিল বর্ণনাতীত। গভীর সংকট আর সমস্যার সম্মুখীন হয়ে বাংলাদেশের সকল ইসলামি রাজনীতিক ব্যক্তিরা তাঁর স্মরণাপন্ন হতেন। তিনি ছিলেন আমাদের প্রেরণা।
যুব জমিয়ত মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজল হোসাইনের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি উবাইদুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, হাফিয মাওলানা আব্দুস সামাদ, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সিলেট জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ ফয়সল আহমদ, মাওঃ এরশাদ খান আল হাবিব, মাওলানা আরশাদ নোমান, মাওলানা আসাদ উদ্দিন, যুবনেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাফিজ মাসউদ আজহার, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, আতিকুর রহমান নগরী, জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মানসুর বিন সালেহ, মহানগর ছাত্র জমিয়ত নেতা মাওলানা আবু সুফিয়ান, হাফিয আবদুল করিম হেলালী, মো. মাহফুজ আহমদ, জয়নুল ইসলাম, লায়েক আহমদ প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন