হাফিজুল ইসলাম কবির,গোলাপগঞ্জ:
গোলাপগঞ্জে সামাজিক সংগঠন গোলাপগঞ্জ ক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক ও গুণীজনদের মীলনমেলা ঘটে।
গোলাপগঞ্জ ক্লাবের উদ্যোগে প্রশাসনিক কর্মকর্তা,গুনীজন ও সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি এম এ চৌধুরী সায়েমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাস্টার ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান, স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ ক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবুল লেইছ। বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ। ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার আজিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম ছদরুল উলা চৌধুরী বশর, প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব শুহেদুজ্জামান চৌধুরী, ঢাকাদক্ষিণ হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি চেরাগ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রির্পোটার ইউনুছ চৌধুরী, সাবেক পৌর কমিশনার গোলাপগঞ্জ ক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন ইরান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সায়দুল আলম সুহেদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি হারিছ আলী, কোয়ালিটি স্কুল গোলাপগঞ্জের প্রিন্সিপাল শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাবায়ী ব্যক্তিত্ব নুরুল ইসলাম, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, সাংবাদিক আজিজ খান, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুছ,সাংবাদিক শেখ জাহিদ হাসান,সেচ্ছাসেবক পাঠশালার সভাপতি সাংবাদিক রুবেল আহমদ,সাংবাদিক হাফিজুল ইসলাম কবির, কেএম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ ক্লাবের যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ, ইউপি সদস্য কয়েছ আহমদ, আলাউদ্দিন, মানবাধিকার কর্মী শফিক উদ্দিন, গোলাপগঞ্জ ক্লাবের সুজন আহমদ, সাফায়েত জামিল চৌধুরী, জাবেদ,বিশ্বজিৎ মজুমদার, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদ উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন, রমজান মাস ত্যাগ ও আত্মসংযমের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অঙ্গনে বিভেদ বৈষম্য দূরীকরণে রমজান হচ্ছে অনুপম দৃষ্টান্ত। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে সাংবাদিক সমাজ আলোবর্তিকার মত কাজ করে থাকে। সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাদের লিখনী শক্তি একটি সুন্দর সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গোলাপগঞ্জের সাংবাদিকরা ইতিবাচক মনোভাবে বিশ্বাসী। গোলাপগঞ্জের গোলাপের সৌরভ ছড়িয়ে দিতে সাংবাদিকরা তাদের লিখনী শক্তিকে আরও গতিশীল করার জন্য তিনি আহ্বান জানান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন