স্টাফ রিপোর্টার,কুমিল্লা, কুমিল্লাঃ পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হলেন দৈনিক আমার প্রানের বাংলাদেশ'র কুমিল্লা জেলা প্রতিনিধি ও ইউনানী কন্ঠ'র উপদেষ্ঠা মোঃ আবদুল আউয়াল সরকার।
শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) বেলা সাড়ে ১১টায়। কুমিল্লা নগরীর কান্দিরপাড় রকস্টার পার্টি সেন্টারে সাধারন সভায় সবার সম্মতিতে কমিটি ঘোষনা করা হয়।
আয়োজিত সাধারণ সভায় সংগঠনের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার ও দপ্তর সম্পাদক রবিউল বাশার খাঁনের সঞ্চালনার মধ্যদিয়ে আগের কমিটি বিলপ্তি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন।
আয়োজিত সাধারণ সভার দ্বিতীয় সভায় কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম মোঃ জুনায়েদ শিকদার তপুকে সভাপতি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেনকে কো-সভাপতি এবং জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষনা করেন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সভাপতি দেশ প্রতিক্ষণের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, সহ- সাধারন সম্পাদক মোঃ নেকবর হোসেন।
সাংগঠনিক সম্পাদক আজকের দর্পণ কুমিল্লা জেলা প্রতিনিধি রবিউল বাশার খাঁন, সহ-সাংগঠনিক বাংলাদেশ প্রতিদিনের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মোঃ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লা প্রতিদিন এর সহ-সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লার সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ বিল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যাণ সম্পাদক আমাদের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একুশের সংবাদের কুমিল্লা মহানগর প্রতিনিধি নারায়ন কুন্ড।
নির্বাহী সদস্যরা হলেন, আনন্দবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম শাহাদাৎ হোসেন, কুমিল্লার সময় এর নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার লালমাই প্রতিনিধি আবুল কালাম মজুমদার,সাংবাদিক আরিফুল ইসলাম, হুমায়ুন কবির,ফয়সাল মনির পলাশ, জাফর আহমেদ, ফারুক আজম সাধারণ সদস্য অরুন কৃষ্ণ পাল, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান সুজন, শাহিন মিয়া, রিয়াজ মোর্শেদ মাসুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইদুল রহমান, দ্বিপক বর্ধণ, মাসুদ রানা, শাকায়েত মারুপ, মুজিবুর রহমান চৌধুরী, শাহাদাত হোসাইন নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা হিসাবে রয়েছে, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটিভি নিউজ ডটকম সম্পাদক ওমর ফারুকী তাপস, সংগঠনের সাবেক সভাপতি হাজী আলমগীর হোসেন, মোঃআজিজুল হক প্রমুখ।
আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় কুমিল্লা জেলা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সকলের সম্মতিতে উক্ত কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ আবদুল আউয়াল সরকার।
প্রধান অতিথি বলেন, কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নতুন নেতত্বকে বস্তুনিষ্ঠ-গঠনমূলক সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে।