বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

হবিগঞ্জে পিতার দায়ের কোপে কন্যা নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক পিতার নাম মঈন উদ্দিন। নিহত কিশোরীর নাম রানু বেগম (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রানু প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সাথে কথা বলতো। বিষয়টি তার পিতা মঈন উদ্দিন পছন্দ করতেন না। মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে ধারালো দা দিয়ে রানুর ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতাকে আটক করেছে।

নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান, মোবাইলে ছেলেদের সাথে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছে আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক মঈন উদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

শুভেচ্ছা ও অভিনন্দন


সিলেট বার কাউন্সিলরের সিনিয়র আইনজীবী এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের নব নিযুক্ত government pleaders( জিপি)।

এডভোকেট মুহাম্মদ নাজমুল হুদা অতিরিক্ত সরকারি কৌসুলি।

এডভোকেট মামুন আহমদ রিপন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মনোনিত হয়েছেন।

আইন বিচার ও সাংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর সাক্ষরিত এক আদেশে সরকারী এই নিয়োগ প্রদান করা হয়।

আমি অন্তরের অন্তস্তল থেকে প্রিয় সিনিয়র আইনজীবীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সেই সাথে তাহাদের উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

অপসংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নে কাজ করছে প্রেস কাউন্সিল



হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসন সিলেটের সহযোগিতায় আজ রবিবার (২১ এপ্রিল) সিলেট সার্কিট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, জনগণ কী চায় তা সাংবাদিকদের মনে রেখে কাজ করতে হবে। যাতে আগামী দিনেও মানুষ যেন গণমাধ্যম থেকে উপকৃত হয়। সিলেটের সাংবাদিকরা মর্যাদার সঙ্গে কাজ করছেন। বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের গ্রহনযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে হবে। সেইসাথে অপসাংবাদিকতার হাত থেকে বাঁচতে নীতিমালাতে আরো অনেক কিছু সংযোজনে প্রেস কাউন্সিল কাজ করছে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সাংবাদিক সমাজ খুব প্রিয় ছিলেন। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমাধ্যম ও সাংবাদিকদের অভিভাবক সংস্থা বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেন। প্রেস কাউন্সিল জন্মলগ্ন থেকেই সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তৃণমূলের সাংবাদিকতার উন্নয়নে প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল সবসময় আন্তরিক। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আগামীতেও অব্যাহত রেখে সাংবাদিকতার মান ও সামাজিক দায়বদ্ধতার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকতার মান উন্নয়ন, অপসংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নে প্রেস কাউন্সিল কাজ করছে। সাংবাদিক সমাজ যেন আরো ভালোভাবে কাজ করতে পারে সেজন্য ডাটাবেজ প্রণয়ন আবশ্যক। জনকল্যাণকর সাংবাদিকতার জন্য সাংবাদিকদের অবশ্যই নীতিমালা ও দেশের প্রচলিত আইন সম্পর্কে জানতে হবে। সেজন্য প্রেস কাউন্সিল আইনটি যুগোপযোগীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবেই সাংবাদিকতা মাটি ও মানুষের কাজে আসবে।
এ সময় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সাবেক সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, মুকিত রহমানি, নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আল কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক বিকাল বার্তা'র স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম লস্কর।

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্যের নতুন পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন


মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক পদে রদবদল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সোমবার (২৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। 

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্যের নতুন পরিচালক হিসেবে পদায়ন করা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনকে। 

নতুন পরিচালক হিসেবে পদায়ন পাওয়া ডা. মোঃ মহিউদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালনের আগে স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডির এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৫ সালে জন্ম গ্রহণ করা ডা. মহিউদ্দিন ১৯৮৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। 

পরবর্তীতে ১৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সরকারি চাকরিতে যোগদেন চমেকের ২৫ তম ব্যাচের এ শিক্ষার্থী।

চাকরিতে যোগ দেয়ার পর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা ডা. মোঃ মহিউদ্দিন চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

করোনাকালীন সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  পরিচালক হয়ে চিকিৎসা ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হলেন মোঃ আবদুল আউয়াল সরকার


স্টাফ রিপোর্টার,কুমিল্লা, কুমিল্লাঃ পেশাজীবি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হলেন দৈনিক আমার প্রানের বাংলাদেশ'র কুমিল্লা জেলা প্রতিনিধি ও ইউনানী কন্ঠ'র উপদেষ্ঠা মোঃ আবদুল আউয়াল সরকার। 

শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রিঃ) বেলা সাড়ে ১১টায়। কুমিল্লা নগরীর কান্দিরপাড়  রকস্টার পার্টি সেন্টারে সাধারন সভায় সবার সম্মতিতে কমিটি ঘোষনা করা হয়।

আয়োজিত সাধারণ সভায় সংগঠনের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার ও দপ্তর সম্পাদক রবিউল বাশার খাঁনের সঞ্চালনার মধ্যদিয়ে আগের কমিটি বিলপ্তি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন।

আয়োজিত সাধারণ সভার দ্বিতীয় সভায় কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক  বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম মোঃ জুনায়েদ শিকদার তপুকে সভাপতি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেনকে কো-সভাপতি এবং জুয়েল রানা মজুমদারকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষনা করেন।

উক্ত কমিটিতে সহ-সভাপতি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবদুল  আউয়াল সরকার, সহ-সভাপতি দেশ প্রতিক্ষণের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, সহ- সাধারন সম্পাদক মোঃ নেকবর হোসেন।

সাংগঠনিক সম্পাদক আজকের দর্পণ কুমিল্লা জেলা প্রতিনিধি রবিউল বাশার খাঁন, সহ-সাংগঠনিক বাংলাদেশ প্রতিদিনের লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ফেরদৌস মাহমুদ মিঠু, দপ্তর সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি গাজী মোঃ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লা প্রতিদিন এর সহ-সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কুমিল্লার সময়ের স্টাফ রিপোর্টার মাসুদ বিল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যাণ সম্পাদক আমাদের কন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একুশের সংবাদের কুমিল্লা মহানগর প্রতিনিধি নারায়ন কুন্ড।

নির্বাহী সদস্যরা হলেন, আনন্দবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম শাহাদাৎ হোসেন,  কুমিল্লার সময় এর নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার লালমাই প্রতিনিধি আবুল কালাম মজুমদার,সাংবাদিক আরিফুল ইসলাম, হুমায়ুন কবির,ফয়সাল মনির পলাশ, জাফর আহমেদ, ফারুক আজম সাধারণ সদস্য অরুন কৃষ্ণ পাল, আব্দুল মতিন, মোস্তাফিজুর রহমান সুজন, শাহিন মিয়া, রিয়াজ মোর্শেদ মাসুদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাইদুল রহমান, দ্বিপক বর্ধণ, মাসুদ রানা, শাকায়েত মারুপ, মুজিবুর রহমান চৌধুরী, শাহাদাত হোসাইন নির্বাচিত হয়েছেন।

উপদেষ্টা হিসাবে রয়েছে, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটিভি নিউজ ডটকম সম্পাদক ওমর ফারুকী তাপস, সংগঠনের সাবেক সভাপতি হাজী আলমগীর হোসেন, মোঃআজিজুল হক প্রমুখ। 

আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। 

এসময় কুমিল্লা জেলা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সকলের সম্মতিতে উক্ত কমিটি ঘোষনা করা হয়। 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ আবদুল আউয়াল সরকার। 

প্রধান অতিথি বলেন, কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা রক্ষায় আগামী নতুন নেতত্বকে বস্তুনিষ্ঠ-গঠনমূলক সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে।

বিডিপিএ কুমিল্লা জেলা কমিটির সভা অনুষ্ঠিত


মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ওষুধের সংরক্ষণ, গুণগত মান নিয়ন্ত্রণ, সঠিক ওষুধ নির্বাচন, ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ ও ওষুধ সেবন-পরবর্তী পর্যবেক্ষণ কার্যক্রমের জন্য ফার্মাসিস্টের ভূমিকাও অপরিহার্য।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন উপলক্ষে সদস্য নবায়ন ও ভোটার অন্তর্ভুক্তি কর্মসূচির আয়োজন করেছে সংগঠনের কুমিল্লা জেলা শাখা।

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের কুমিল্লা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বেশির ভাগ ফার্মাসিস্টদের তালিকা হালনাগাদ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবঃ সালাম খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ আবুল বাসার প্রমুখ।

সকল  ফার্মাসিস্টের অন্তর্ভুক্তি শেষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। 

সভায় উম্মুক্ত আলোচনায় ঐক্যবদ্ধ সমৃদ্ধ বিডিপিএ গঠনের জন্য উৎসব মুখর পরিবেশ ও অংশ গ্রহণ মূলক নির্বাচন নিশ্চিতে দেশব্যাপি সবাই ভোটার হয়ে নিয়োগ সহ বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট হওয়ার আহবান জানান।

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে এবং একটি পরিপূর্ণ স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের মূল্যায়ন করতে হবে। তাদের জ্ঞান, শিক্ষা ও দক্ষতা এ দেশের ওষুধশিল্প খাতকে যেমন উন্নতির শীর্ষে নিয়ে যাবে, তেমনি স্বাস্থ্যসেবা সর্বব্যাপী ছড়িয়ে দেয়া সম্ভব হবে।

কুমিল্লায় শীতার্তদের মাঝে ডাঃ আব্দুল বাকী আনিছ ফাউন্ডেশন


মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লাঃ
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। 

ডাঃ আব্দুল বাকি আনিছ ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এইবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। 

কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্তে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তারা।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সীমান্তবর্তী গ্রাম মুড়াপাড়ায়, সদর উপজেলার জামবাড়ী,বি-পাড়া উপজেলার চান্দলা ও বড়ধুশিয়া গ্রামে,চাঁদপুর জেলার টরকি গ্রামে ডাঃ আব্দুল বাকী আনিছ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্ত শত শত মানুষ। ডাঃ আব্দুল বাকী আনিছ  মানবকল্যাণের এক অনুকরণীয় দৃষ্টান্ত।