রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

দেউলগ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড দেউলগ্রামবাসীর সাথে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ অক্টোবর ) সন্ধ্যায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আউয়াল নাগপুরী

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় হাফিজ মাওলানা ফখরুল ইসলাম উন্নয়নের ১০দফা পরিকল্পনার কথা এলাকাবাসীকে জানান। এসময় তিনি বলেন: আমি আমার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করছি। আমি আগেও যেভাবে মানুষের সেবায় কাজ করেছি আগামীতেও করে যাবো। তিনি আরো বলেন: রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য। আগামীতেও আপনারা আমাকে সবসময় আপনাদের সুখে দুঃখে পাবেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আবুল কাসিম, বিশিষ্ট মুরব্বী আব্দুল হালিম, আতাউর রহমান, বাহার উদ্দিন মাওলানা আহমদ কবীর, জামাল উদ্দিন, মাওলানা সাহেদ আহমদ। 

এসময় গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর খেজুরগাছ মার্কার পক্ষে কাজ ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন