রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বীর শার্দূল - হাফিজুল ইসলাম লস্কর


জিয়া তুমি ইতিহাস স্বাধীনতার কাব্য
বাংলার বিজয়ের পয়গাম,
মুক্তিযুদ্ধের মহান অপরাজিত রাহবার
তোমায় জানাই সালাম।

রণাঙ্গনের অকুতোভয় বীর সেনানী
জিয়াউর রহমান বীর শার্দূল,
দিকভ্রান্ত বাঙালীর মুক্তির প্রেরণায়
তুমি'ই বিজয়ের দিকপাল।

কালুরঘাটে স্বাধীনতার দীপ্ত ঘোষণায়
স্বাধীনতার মহান ঘোষক,
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার
জেড ফোর্সের অধিনায়ক।

স্বাধীন বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে
মিশে আছে বীরত্বের ঘ্রাণ,
দেশপ্রেমের মহান ত্যাগে অমর জিয়া
লিখিলেন মুক্তির জয়গান।

জুলুমের বিরুদ্ধে একাত্তরের রণাঙ্গনে
তুমি লড়াকু আদর্শ সৈনিক,
দেশের চরম ক্রান্তিলগ্নে দেশ গঠনে
মেহনতী শ্রমিক দৈনিক।

সারা বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ সত্ত্বা
জিয়াউর রহমান তার প্রাণ,
হাজার বছরের ইতিহাসের বন্দনায়
অমলিন কীর্তিতে অম্লান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন