স্টাফ রিপোর্টারঃ PEOPLE FOR PEOPLE- Hampshire & Isle of Wight Bengali Community UK কর্তৃক সিলেটের দরিদ্র ১৯০ শিক্ষার্থীদের মাধ্যে শিক্ষা সহায়িকা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বুধবার (২৩/০৭/২৫) ১১ ঘটিকার সময় অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়।
উদ্দীপন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আবু তাহের-এর সভাপতিত্বে ও People for People এর সেচ্ছাসেবক ডা. আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজ সেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহেদারা বেগম।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, People for People এর সেচ্ছাসেবক কবি ও সাহিত্যিক ডা. হাফিজুল ইসলাম লস্কর। শিক্ষা সহায়িকা প্রদান অনুষ্ঠানে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন, উদ্দীপন একাডেমি, শিবগঞ্জ এর ৬'ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছাব্বির আহমদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, People for People এর সেচ্ছাসেবক ডা. মিনহা ছাদিক মান্না, মারজানা বেগম, উদ্দীপন একাডেমির শিক্ষক- আনোয়ার হোসেন লিটন, মহসিন আহমদ, আঞ্জুমান আরা, জমিরুল হক, সৈয়দ নাছিম আহমদ, রাসেল আহমদ, ফাহিমুর রহমান ফাহাদ, আলীম উদ্দীন, কাউছার আলম প্রমুখ।
উল্লেখ্য, PEOPLE FOR PEOPLE- Hampshire & Isle Of Wight Bengali Community UK বাঙালি কমিউনিটি এর কার্যকরী কমিটি হলো- Chairperson- Delwar Hussain Baig, Vice Chair: Khaleque Miah, Sanaor miah (Mahmud), Md Sajon Ali, Samsul Haque General Secretary: Zahid Islam, Joint Secretary: Juned Ahmed, Hasnat Tareque, Md Delwar Hussain Sumon, Treasurer. Md Hasan Ahmed, Organizations Secretary: Ashraf Hossain, joint Organizations Secretary: Saif miah, Office secretary. Maria baig, Education and cultural Secretary. Walid Rob Rusho, Press and publication sectary. Kamran Hussen Riyad, Executive Members: Zane Alom, Abdur Rakib Tozomul, Foysol Hussain, Abdul Aziz.




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন