শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা রিপোটার্স ইউনিটি'র কমিটি পুনঃগঠন

মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লা রিপোটার্স ইউনিটি (সিআরইউ) এর পূর্ব ঘোষিত কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় না হওয়ায় ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণকারীদের নিয়ে পুনরায় এজিএম করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনঃগঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) সকালে নগরীর নজরুল এভিনিউস্থ একটি মিডিয়া সেন্টারে কমিটি গঠন নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু।

বৃহস্পতিবার দুপুরে সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল  টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইফ উদ্দিন রনীকে সভাপতি, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন’কে সাধারন সম্পাদক ও দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি মোঃ সুমন কবির সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাগরনী টিভি’র কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, যুগ্ম-সাধারন সম্পাদক দৈনিক রূপসী বাংলার সাইফুল ইসলাম সুমন, অর্থ- সম্পাদক দৈনিক শিরোনাম এর সালাউদ্দিন সুমন, দপ্তর সম্পাদক কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজীদ হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, পাঠাগার সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- দৈনিক শ্রমিকের নির্বাহী সম্পাদক আরিফ সেলিম ওপেল, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক সকালের সময়ের কুমিল্লা প্রতিনিধি আমেনা বেগম শিউলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক আজকের জীবন কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, সমাজকল্যান সম্পাদক পথিকৃত কুমিল্লার স্টাফ রিপোর্টার জুয়েল খন্দকার, নির্বাহী সদস্য হিসেবে আছেন কুমিল্লার আলোর সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কনক, প্রথম আলো’র এম সাদেক, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক বাংলা’র মাহফুজ নান্টু, দৈনিক স্বদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম, আজকের পত্রিকার জহিরুল হক বাবু, ডেইলি স্টারের খালিদ বিন নজরুল, দৈনিক আজকের দর্পনের রবিউল বাশার খান।

গোলাপগঞ্জের প্রাকৃতিতে কাশফুলের নৈসর্গিক মুগ্ধতা ছড়ানো নৃত্য


হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ঋতু বৈচিত্রের অপরুপ সৌন্দর্যমন্ডিত বাংলার বুকে প্রতিনিয়ত প্রাকৃতি সাজে নতুন রুপে। নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ও অপরুপ অনুষঙ্গ কাশফুল। আকাশের সাদা মেঘের সঙ্গে বাতাসে দোল খাওয়া কাশফুল কেবলই মুগ্ধতা ছড়ায়। 

প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্নে কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন প্রকৃতি প্রেমিদের পদচারণায় মুখরিত গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী এলাকার প্রাঙ্গণ।

সিলেট জকিগঞ্জ রোডের পাশ ঘেঁষে বিস্তীর্ণ প্রান্তরে কাশফুলের বাতাসে দোল খাওয়ার দৃশ্য বেড়াতে আসাদের মনে দিচ্ছে দোলা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউবা প্রিয়জনকে নিয়ে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন প্রাকৃতির সান্নিধ্যে। দোল খাওয়া কাশফুলের নরম ছোঁয়ায় মোহিত হচ্ছেন তারা। কেউবা সেই অনুভূতিগুলোকে ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখছেন। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। 

নিজের বন্ধু নিয়ে ঘুরতে আসা এক প্রাকৃতি প্রেমিক বলেন- বিকেলে আবহাওয়া ভালো থাকে, মাঝে মধ্যে আসি এখানে। আমরা বন্ধুরা কাশবনে ঘুরতে পছন্দ করি। এখানে এসে ছবি তুলে, ভিডিও করে, খুব সুন্দর সময় কাটে আমাদের। 

ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী সিয়াম বলেন, শুভ্র মেঘ আর কাশফুল সৌন্দর্য মিলে প্রাকৃতি যখন মোহনীয় রুপ ধারন করে তখন মন উৎফুল্ল হয়ে উঠে। কাশফুলের প্রতি আমার অন্যরকম একটি মোহ আছে। সবসময় তো আর চাইলেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করা যায়না। কাশফুলের গন্ধ না থাকলেও নান্দনিক সৌন্দর্য আছে। 

সামছুল ইসলাম বলেন, ছেলেবেলায় দেখতাম বর্ষার শেষ দিকে প্রায় সবজায়গা কাশফুল দেখা যেতো কিন্তু এখন সেটা নেই। এখানে ব্যতিক্রম বনানীঘেরা কাশফুল। কাশফুল আমাদের গ্রামীণ একটি সৌন্দর্য। নতুন প্রজন্মের অবশ্যই কাশফুলের সংস্পর্শ প্রয়োজন। এতে ওদের মানসিক শক্তি আর কল্পনা শক্তি বৃদ্ধি পাবে।

সিলেট জকিগঞ্জ মহাসড়কের পাশ ঘেঁষে চৌঘরী এলাকার কাশফুলের শুভ্রতা। শহরের কোলাহল ছেড়ে একান্ত কিছু সময়  ফুরফুরে মনে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, স্পর্শ নিতে পারেন প্রাকৃতিক কাশফুলের নান্দনিকতায়।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দেবিদ্বারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা এলাকাবাসীর ক্ষেভ

মোঃ আবদুল আউয়াল সরকারঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর সড়ক পাকাকরণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা ব্যয়ে ৫৪৯ মিটার রাস্তাটির নির্মাণকাজের দায়িত্বে রয়েছে মিলিনিয়াম ডেভেলপমেন্ট নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ও ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় বাধা দেওয়া হয়েছে। কিন্তু তোয়াক্কা না করে ঠিকাদার জোর করে নিম্নমানের ইট ও খোয়া দিয়েই কাজ করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) বিকেলে সরেজমিনে গিয়ে কয়েকজন এলাকাবাসী জানান , শিবনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ওয়াহেদপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজে ইটের খোয়া এক ইঞ্চির কথা বলা হলেও এতে ব্যবহার হয়েছে নিম্নমানের ইটের তিন থেকে চার ইঞ্চি বড় বড় টুকরা। এসব বড় আকারের ইটের খোয়ায় এরই মধ্যে মেকাডম হয়ে গেছে। এছাড়াও রাস্তার পাশে পুকুরে ব্যবহারের জন্য সিমেন্টের নিম্নমানের খুঁটি ব্যবহার করা হয়েছে। স্থানীয় কয়েকজন খুঁটি ধরতেই বালু ঝরে পড়ছে।

জানা গেছে, ৫৪৯ মিটার পিচের সড়ক নির্মাণকাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে ২৪ লাখ ১৩ হাজার ৬৩১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মিলিনিয়াম ডেভেলপমেন্টের মালিক মো. বাহার হোসেন গত ফেব্রুয়ারি মাসে এ সড়কটির নির্মাণকাজ শুরু করেন। নিম্নমানের ইট ও খোয়া হওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম ও এলাকাবাসী কাজটি বন্ধ করে দেন। পরে চলতি মাসের ১ তারিখে ওই ঠিকাদার পুনরায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী আবার বাধা দেন। এলাকাবাসী ও এলজিইডি অফিস সংশ্লিষ্ট প্রকৌশল বাধা দিলেও ওই ঠিকাদার কারও তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।

সুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী এমএ রশিদ বলেন, ‘আগে একবার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করছিলেন। পরে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করেছি। এখন শুনছি আবার কাজ শুরু করেছে। আমি উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

স্থানীয় বাসিন্দা মো. নাসির হোসেন বলেন, ‘নিম্নমানের ইট ও খোয়া বিছানোর কাজ শেষ। আগেও একবার কাজ বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। তারা আবার কাজ শুরু করেছে।’

অভিযুক্ত ঠিকাদার বাহার হোসেন বলেন, ‘এগুলো বলে লাভ নাই ভাই। সবাই যেভাবে করে আমিও সেভাবে মিলে ঝিলে করছি। আমাকে কেউ বাধা দেয়নি। বাধা দিলেও লাভ কী? আমিতো কাজ শেষই করে ফেলেছি।’

কাজের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, ‘আমি নিজে গিয়ে রাস্তাটা দেখে এসেছি, খুবই খারাপ অবস্থা। কাজ বন্ধ করতে বলেছি, ঠিকাদার কথা শোনেন না।’

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘আমি ওখানে লোক পাঠিয়েছি, তাঁরা কথা শুনছে না। জোর করে কাজ করছে। রোববার পর্যন্ত অপেক্ষা করেন, তাঁর বিরুদ্ধে কুমিল্লা নির্বাহী প্রকৌশলী অফিসে লিখিত অভিযোগ করা হবে। সে জোর করে কাজ করছে দেখি তাঁর কত বড় ক্ষমতা।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের

মোঃ আবদুল আউয়াল সরকারঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার নতুন চেয়ারম্যান পদে পদায়ন হয়েছেন অধ্যাপক মো.জামাল নাছের। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর২০২২ খ্রিঃ) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে পদায়ন করা হলো। নিজ বেতন ও বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন।

মো.জামাল নাসের ২০১৫ সালে তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন।পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই’র শিকারপুর গ্রামের ভাষা সৈনিক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।

নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোঃ জামাল নাছের বলেন, আমি শুরুতে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা  বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আর যেহেতু শিক্ষাবোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা পরিচালনা করে থাকে, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করবো। এটি আমার পূর্বের কর্মস্থল। কাজ করতে আমি সবার সহযোগীতা চাই।

কুমিল্লায় "দৈনিক আজকের দর্পণ" পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মোঃ আবদুল আউয়াল সরকারঃ নবম বর্ষে পদার্পণ করেছে বহুল প্রচারিত দৈনিক আজকের দর্পণ পত্রিকা। পত্রিকাটির প্রতিষ্ঠাতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ)সকাল  সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে পালিত হয়েছে আজকের দর্পণ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।

 দৈনিক আজকের দর্পণ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খাঁনের সভাপতিত্বে ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা স্থানীয় সরকারের উপ পরিচালক(উপ -সচিব) শওকত ওসমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ আলমগীর খান মাইজভান্ডারী।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি  দেলোয়ার হোসেন জাকির,  ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আজাদ সরকার লিটন, সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন,  বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও  কলামিস্ট গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, একুশে সংবাদ পত্রিকার ব্যুরোচীফ ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন, একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকার, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, দৈনিক সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন, দৈনিক আলোর জগত পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান,  দৈনিক আজকের প্রত্যাশার কুমিল্লা জেলা প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার পারুল আক্তার, সেলিনা আক্তার,নারী নেত্রী শাহিন সুলতানা,দৈনিক মুক্তির লড়াই পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,দৈনিক আজকের দর্পন পত্রিকাটি সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রিন্ট ও অনলাইনের মাধ্যমে পত্রিকাটি সঠিক সংবাদগুলো জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। পত্রিকাটি যৌবনে পা রেখেছে। আমরা আশা করছি পত্রিকাটি পূর্বের মতই নিরপেক্ষতা ও নিষ্ঠতার মাধ্যমে আগামীতে গৌরব উজ্জল ভূমিকা অব্যাহত রাখতে সক্ষম হবে।

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের দাফন সম্পন্ন



মোঃ আবদুল আউয়াল সরকারঃ মেডিকেয়ার জেনারেল হসপিটালের অর্থ পরিচালক নূর হোসেন রয়েলের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) ভোর ৫টায় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর সময় তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী,৫ ছেলেসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা নুরুল আমিনের মৃত্যুতে মেডিকেয়ার জেনারেল হসপিটালের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, এমডি,ডিএমডি, পরিচালক,কর্মকর্তা, কর্মচারি সকলে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাদ আসর নোয়াখালীর বেগমগঞ্জ ঘাটলা এয়ারপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে  তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের  মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন তার এই মৃত্যুতে। তার মৃত্যুর খবর শুনে শহরের বাসায় ও গ্রামের বাড়ীতে দীর্ঘদিনে স্বজনেরা ছুটে যান। দাফন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

রক্তের সম্পর্ক বনাম আত্মার সম্পর্ক---


মোসা: তাছলিমা আক্তারঃ স্বাভাবিকভাবে একজন মানুষের তার বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানাদির সাথে যে সম্পর্ক তা হলো রক্তের সম্পর্ক।আর একটা মানুষের চলাফেরা, কথাবার্তা কিংবা কর্মকান্ডের মাধ্যমে সমাজ, দেশ কিংবা জগতের অন্যান্য মানুষের সাথে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তা-ই হলো আত্মিক সম্পর্ক। মাঝে মাঝে আত্মার সম্পর্কের কাছেও হার মেনে যায় রক্তের সম্পর্ক। যুগে যুগে কিছু সেরা মানুষ পৃথিবীতে আসে তারা জয় করে আবার দ্রুত চলে যায়। 

একজন ক্ষণজন্মা মানুষের কথা দিয়ে আজকের প্রবন্ধটি শেষ করব।পৃথিবীতে যখন তিনি এসেছিলেন তখন আপনজনের নিকট তাঁর চাহিদা ছিল প্রবল ।তাঁর মাঝখানের জীবনটা ছিলপ্রচন্ড যুদ্ধ বিধ্বস্ত জীবন। পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে যুদ্ধ করে চলতে হয়েছে প্রতিটা ক্ষেত্রে। প্রত্যেক পর্যায়ের মানুষকে তিনি আত্মার আত্মীয় মনে করেছেন। প্রতিটা মুহূর্তে তিনি ভাবতেন মানুষের কল্যাণের কথা।মানুষের উপকার করতে পারলে তিনি খুব আনন্দ পেতেন,শান্তি পেতেন। জীবনের প্রতিটা মুহূর্তে তিনি মানুষের কথা ভাবতেন। তিনি জীবনের শেষ কর্মদিবসেও দুটি ভেঙ্গে যাওয়ার পথে পরিবারকে এক করে দিয়ে গেছেন।তাঁর আত্মার মানুষগুলো এক এক করে চলে যাওয়ায় তাঁর মন ভেঙ্গে যায়।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাপ্রকাশ করেছেন ।
তিনি সবসময় উপদেশ দিতেন,মানুষের মত মানুষ হতে হবে, আকাশের মতো উদার হও, সাগরের মত বিশাল হও, পাহাড়ের মত উচুঁ হতে শেখো। বোকা থেকো না; বোকারা সামনে এগিয়ে যেতে পারে না।তিনি বলতেন- “মনটাকে বড় করো সাগরের মত, মন কখনো  ছোট করতে নেই”। ছোট মনের মানুষদেরকে তিনি পছন্দ ও করতেন না। শুধু বলতেন, মন বড় করো ;আত্মা দিয়েই মানুষের মন জয় করা যায়। কৃপণতা, বোকামী, পরনিন্দা, মিথ্যা তিনি পরিহার করে চলতেন। কারণ এগুলো যাদের মধ্যে থাকবে তারা কখনও মানুষের উপকারে আসে না। বিপদে ফেলে চলে যায়। কেউ ভাল করলে তিনি তার সম্মান করতেন এবং বাহবা দিতেন। তিনি দল মত নির্বিশেষে সকল পর্যায়ের মানুষকে উপকার করতে পারলে আনন্দ পেতেন। তিনি মনে করতেন মানুষের যত ভালো করা যায় ততই তাঁর প্রশান্তি। তিনি বলতেন শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না ;আত্মা দিয়েও হয়। মানুষের কোন খারাপ সমালোচনা করতে পছন্দ করতেন না। তিনি যাদেরকে ভালো জানতেন তার সম্বন্ধে হাজারও খারাপ বললেও তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন মানুষের কল্যাণ করো।তিনি সকল পর্যায়ের মানুষের মন জয় করে জীবনে কোন কিছুই ভোগ না করে সৃষ্টি কর্তার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে গেলেন।

তিনি আর কেহ নন, আমার বাবা জনাব এডভোকেট মোঃ নিজামুল হক। তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। মুক্তিযুদ্ধ কালীন ট্রেনিংও নিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং আজীন একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবা করে গেছেন। তিনি তাঁর সেবার মাধ্যমেই মানুষের আত্মার আত্মীয় হয়ে উঠেন এবং মানুষের প্রিয় হয়ে উঠেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসানের পর সামাজিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তাঁর জন্য মানুষের যে ভালোবাসা দেখেছি তা দেখে আমার সত্যিই মনে হয়েছে-“আত্মার সম্পর্কের কাছে মাঝে মাঝে রক্তের সম্পর্কও হার মেনে যায়"।

লেখকঃ
সহকারি শিক্ষক, ৪নং প্রজাপতি সরকারি প্রাথমিক  বিদ্যালয়,দেবিদ্বার, কুমিল্লা।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

টি-টোয়েন্টি থেকে মুশফিকের

লস্কর বার্তাঃ এশিয়া কাপ খেলে দেশে ফেরার এক দিনের মাথায় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২২) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন তিনি।

ফেসবুকের এক স্টাটাসে তিনি লেখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব।’

ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরো জানান, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



মোঃ আবদুল আউয়াল সরকারঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কুমিল্লা পেশাজীবি সাংবাদিক ইউনিয়ন। এ উপলক্ষে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাব এলাকায় "ড্রিম হলিডে পার্কে" সভাপতি মোঃ আজিজুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার ও দপ্তর সম্পাদক রবিউল বাশার খাঁন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও সিটিভি নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস।

উপস্হিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি মোঃ বাবর হোসেন, সহ-সভাপতি মোঃআবদুল আউয়াল সরকার,সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার,এস এম শাহাদাৎ হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম সুমন,সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ তুহিন,প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ওমর শারিদ বিধান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মারুফ।

নির্বাহী সদস্য নারায়ণ কুন্ড,মোঃ সাইদুর রহমান সোহাগ,মোঃ মনির হোসেন, খন্দকার হুমায়ুন কবির, আরিফুর ইসলাম।

সাধারন সদস্য,আবুল কালাম মজুমদার, সৌরভ মাহমুদ হারুন, মোঃ শাহ আলম মজুমদার,অরূপ কৃষ্ণ পাল, দ্বিপক বর্মন,মোঃ মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ আবদুল্লাহ বিন আবদুল আউয়াল।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস- এ নবীন বরণ অনুষ্ঠিত



মোঃ আবদুল আউয়াল সরকারঃ উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) (২০২১-২০২২) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ) সকালে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস রামমালা রোড, ঠাকুরপাড়া, কুমিল্লায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের  গভর্নিং বডির সদস্য বিশিষ্ট নারীনেত্রী পাপড়ি বসূ, উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, বি-বাড়ীয়া ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার, প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক রেহেনা শিরিন, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের হিসাব রক্ষন কর্মকর্তা কে এম এ মোহাইমিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিগণ একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না। সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকলকে দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ব হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতীকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় পাসের জন্য লেখাপড়া নয়, ভাল মানুষ হয়ে মানুষের সেবা করার জন্য লেখাপড়া। প্রকৃত মানুষ হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সহযোগী অধ্যাপক আলী আহসান টিটু।