সিলেট প্রতিনিধি :: করোনা ভাইরাসের কারনে দেশের নিম্নআয়ের মানুষের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট। নিম্নবিত্তদের কষ্ট লাঘবে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর ও রুইঘর গ্রামে লকডাউনে থাকা অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্টাতা সভাপতি সামছুল ইসলাম লস্করের বড় ভাই লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম লস্কর।
গোলাপগঞ্জের সদর ইউপির রুইঘর ও গোয়াসপুরের শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মাধ্যে লন্ডন প্রবাসী সিরাজুল ইসলাম লস্করের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণকালে মুক্তিযোদ্ধা পরিবার ও হিন্দু পরিবারকে অগ্রাধিকার দিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমআ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী, লন্ডন সিটি আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সোহেল আহমদ সাহেল, বিশিষ্ট আইনজীবী এড. সাইদুল ইসলাম লস্কর, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মক্তার আলী লস্কর, হাফিজ মাও. হাফিজুল ইসলাম লস্কর, আলিম উদ্দীন, সামু মিয়া, সামছু মিয়া, বাশারুল ইসলাম লস্কর, মাজেদ আহমদ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন