বুধবার, ২২ এপ্রিল, ২০২০

অধ্যক্ষ শওকত আলীর মৃত্যুতে হাফিজুল লস্কর'র শোক


সিলেট :: বিশিষ্ট শিক্ষাবীদ, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের ব্যুরো প্রধান হাফিজুল ইসলাম লস্কর।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, অধ্যক্ষ মুহাম্মদ শওকত আলী দুর্ভাগ্যের কাঁদাজলে আটকে পড়া সমাজকে একটি গ্রহনযোগ্য সমাজে রুপদানের জন্য নির্লোভ ও নিংস্বার্থ ভাবে কাজ করেছেন। একজন ভদ্র নম্র ও মেধাবী শিক্ষক হিসেবে আলোকিত সমাজ গঠনে তার ভুমিকা প্রসংশনীয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন