আরাফাত হোসেন :: পূর্ব লন্ডনের বিখ্যাত ডিজিটাল প্রেস, বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মিলনস্থল এবং সাপ্তাহিক জনমতের শাখা অফিস ফেইথপ্রিন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ফেইথ প্রিন্টে আসলে তাঁকে স্বাগত জানান সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক ও ফেইথের ডাইরেক্টর মোসলেহ উদ্দিন আহমদ। তিনি মাননীয় মন্ত্রীকে ‘জনমত : গৌরবের ৪২ বছর’ বইটি উপহার দেন।
সংস্কৃতি ব্যক্তিত্ব ও তুখোড় নাট্যভিনেতা আসাদুজ্জামান নূর ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে দেশের খবর পৌঁছে দেয়ায় সাপ্তাহিক জনমতের অনন্য ভূমিকার প্রসংশা করেন।
ফেইথপ্রিন্টে বাংলাদেশি কমিউনিটির মানুষের সমাগম দেখে তিনি অভিভূত হন। মাননীয় মন্ত্রীর সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, চ্যানেল এস- ইবরাহিম খলিল, রেজাউল করিম মৃধা, শাহ বেলাল, আমিনুল হক জিল্লু, আলতাফুর রহমান মিতা, অপু রায়, শায়েক সুমন, অলিউর রহমান ইয়াহইয়া প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন