ইদু মিয়া দিরাই থেকে :: দরিদ্র ও হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় ৯ নং কুলঞ্জ ইউনিয়ন ১,২,৩,৫ নং ওয়ার্ড ১০ টাকা কেজিr চাল দরিদ্র পরিবারদেরকে বিতরন করা হয়।
১৮/০৩/২০১৭ শনিবার তারাপাশা মিলনগঞ্জ বাজার সংলগ্ন টংগর নাছিম খাঁনের রাইসমিলে দরিদ্র পরিবারের মাঝে দশটাকা কেজি দরের চাল বিতরন করা হয়।
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন হতদরিদ্ররা।
পল্লী রেশনিং কার্ডধারীদের প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই পাঁচ মাস দেওয়া হবে এ খাদ্য সহায়তা।
উক্ত কার্যক্রমের উদ্ভোদন ডিলার নাছিম খাঁন ও তদারক কর্মকর্তা রাড়ইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন চৌধুরীর মাধ্যমে পরিচালিত হয়।
উক্ত ১০টাকার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বাংলাদেশ আওয়ামীলীগ দিরাই থানা আহবায়ক যুবলীগ নেতা মোঃ ইসমাইল খাঁন।
বিশেষ অতিথি ছিলেন কুলঞ্জ ইউনিয়নের কৃষকলীগের সভাপতি সৈয়দ আমির আলী, মোহাম্মদ আলী।
এছাড়াও আরো উপস্তিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন