শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭

সিলেটে শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন

আরাফাত হোসেন :: সিলেটের দক্ষিন সুরমা ডিগ্রী কলেজে সাড়ে তিনশো শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন।

রক্তদান হোক মানবতার শ্রেষ্ঠ উপহার এ প্রতিপদ্যকে সামনে নিয়ে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এবং স্বেচ্ছায় রক্তদাতা তৈরির লক্ষ্যে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯ টায় আর্ক রিয়েল এস্টেট'র সহযোগিতায় এ ক্যাম্পেইন শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। কর্মসূচীতে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে অংশগ্রহন করে নিজেদের রক্তের গ্রুপ জেনে নেন।

কর্মসূচীতে আশেপাশের অনেক সাধারণ মানুষকেও রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। হিমেল আহমেদ এর পরিচালনায় কর্মসূচী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম ও আর্ক রিয়েল এস্টেট ক্যাম্পেইনের পরিচালক হেলাল আহমদ। এসময় তারা শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহানা বেগম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।

শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশন এর সদস্য এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর ইসলাম, রাবেল আহমদ, কাওছার আহমদ, কাকলী, লুৎফা, নাজিউর, শুভ, হাবিব, মুন্না, সোমা, আারাফাত হোসেন, সারোয়ার, মনি, সুখী, আফছানা, সুজন, শাহরিয়ার, তানভীর, আশিকুর, রামিম, ফাহিম, ইমা, ভাস্কর, তামান্না, রূপা, রাসেল, ইকবাল প্রমুখ।

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

জনমতের ৪২; ফেইথপ্রিন্ট পরিদর্শনে সংস্কৃতিমন্ত্রী

আরাফাত হোসেন :: পূর্ব লন্ডনের বিখ্যাত ডিজিটাল প্রেস, বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মিলনস্থল এবং সাপ্তাহিক জনমতের শাখা অফিস ফেইথপ্রিন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

ফেইথ প্রিন্টে আসলে তাঁকে স্বাগত জানান সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক ও ফেইথের ডাইরেক্টর মোসলেহ উদ্দিন আহমদ। তিনি মাননীয় মন্ত্রীকে ‘জনমত : গৌরবের ৪২ বছর’ বইটি উপহার দেন।

সংস্কৃতি ব্যক্তিত্ব ও তুখোড় নাট্যভিনেতা আসাদুজ্জামান নূর ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে দেশের খবর পৌঁছে দেয়ায় সাপ্তাহিক জনমতের অনন্য ভূমিকার প্রসংশা করেন।

ফেইথপ্রিন্টে বাংলাদেশি কমিউনিটির মানুষের সমাগম দেখে তিনি অভিভূত হন। মাননীয় মন্ত্রীর সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, চ্যানেল এস- ইবরাহিম খলিল, রেজাউল করিম মৃধা, শাহ বেলাল, আমিনুল হক জিল্লু, আলতাফুর রহমান মিতা, অপু রায়, শায়েক সুমন, অলিউর রহমান ইয়াহইয়া প্রমুখ।

সোমবার, ২০ মার্চ, ২০১৭

খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় ১০ টাকা কেজিদরে চাল বিতরণ

ইদু মিয়া দিরাই থেকে :: দরিদ্র ও হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় ৯ নং কুলঞ্জ ইউনিয়ন ১,২,৩,৫ নং ওয়ার্ড ১০ টাকা কেজিr চাল দরিদ্র পরিবারদেরকে বিতরন করা হয়।

১৮/০৩/২০১৭ শনিবার তারাপাশা মিলনগঞ্জ বাজার সংলগ্ন টংগর নাছিম খাঁনের রাইসমিলে দরিদ্র পরিবারের মাঝে দশটাকা কেজি দরের চাল বিতরন করা হয়।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন হতদরিদ্ররা।

পল্লী রেশনিং কার্ডধারীদের প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই পাঁচ মাস দেওয়া হবে এ খাদ্য সহায়তা।

উক্ত কার্যক্রমের উদ্ভোদন ডিলার নাছিম খাঁন ও  তদারক কর্মকর্তা রাড়ইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন চৌধুরীর মাধ্যমে পরিচালিত হয়।

উক্ত ১০টাকার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বাংলাদেশ আওয়ামীলীগ দিরাই থানা আহবায়ক যুবলীগ নেতা মোঃ ইসমাইল খাঁন।

বিশেষ অতিথি ছিলেন কুলঞ্জ ইউনিয়নের কৃষকলীগের সভাপতি সৈয়দ আমির আলী, মোহাম্মদ আলী।

এছাড়াও আরো উপস্তিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।