জিয়া উদ্দীন
ষাট দশকের মধ্যভাগ থেকে আমি চৌঘরী গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত আছি। পরবর্তীকালে রিয়াজ উদ্দীন প্রধান শিক্ষক হয়ে আসার পরে স্কুলের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তার সাথে আমার সুসম্পর্ক গড়ে ওঠে। তখন তিনি স্কুলের শিক্ষক সমস্যা, আসবাবপত্রের সমস্যা ইত্যাদির ব্যাপারে আমার সাথে আলাপ-আলোচনা করতেন। এক সময় শিক্ষক সমস্যার ব্যাপারে সম্ভবত ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফারুক আহমদ, হোসেন আহমদ ও সাদিক আহমদ কে স্কুলে অবৈতনিক ভাবে শিক্ষাদানের জন্যভ বললে তারা রাজী হয়ে যান। তখন লন্ডন প্রবাসি আব্দুল খালিক তার মেয়েকে ভর্তি করানোর সুবাদে স্কুলে আসা যাওয়া করতেন বিধায় আমরা একে অন্যের খুব ঘনিষ্ঠ হয়ে উঠি। খালিক সাহেবের মেয়েটি পরবর্তীকালে প্রাথমিক বৃত্তি লাভ করে ছিল। সেই সময় আমরা অর্থাৎ আমি, রিয়াজ উদ্দীন, লন্ডন প্রবাসি আব্দুল খালিখ, ফারুক আহমদ, হোসেন আহমদ ও ছাদিক আহমদ মিলে এলাকায় একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করে কিভাবে শিক্ষায় প্রসার ঘটানো যায়, এ নিয়ে আলাপ আলোচনার জন্য এলাকার মুরব্বীয়ানসহ সর্বস্তরের জনগণকে নিয়ে একটি সভা আহবান করি; এবং প্রাইমারী স্কুলের সম্মুখস্থ স্থানটিকে বেঁচে নিয়ে জমির মালিকের সাথে যোগাযোগ করি। কিন্তু স্থানটি পেতে আমরা ব্যর্থ হই। এমনকি হাজী আব্দুল মনাফ ওই জমির পরিবর্তে তার অন্য ভাল জমি দেয়ার প্রস্তাব করলেও তারা রাজী হন নাই। পরবর্তীকালে আমি, আব্দুল খালিক (লন্ডনী), রিয়াজ উদ্দীন, ফারুক আহমদ, হোসেন আহমদ, ছাদিক আহমদ, আব্দুল ওদুদ, ইসমাইল আলী, হাজী আব্দুল মনাফ, শওকত আলী, মাশুক উদ্দীন, আব্দুল হেকিম, আবুল কালাম, মাওলানা সামসুদ্দীন ও মাখন মিয়া প্রমুখ একটি সভায় মিলিত হয়ে চৌঘরী গোয়াস পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমিতে একটি কাঁচাঘর তৈরী করে প্রাইমারী স্কুলের আসবাবপত্র দিয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী চালু করার সিদ্ধান্ত গ্রহন করি। তখন মাশুক উদ্দীন, আবুল কালাম, শওকত আলী ও আব্দুল হেকিমকে নিয়ে এলাকা থেকে বাঁশ সংগ্রহের দায়িত্ব পড়ে আমার উপর। আব্দুল খালিক, আব্দুল ওদুদ ও মাখন মিয়াকে দায়িত্ব দেয়া হয় এ বিষয়ে প্রচার ও যোগাযোগের জন্য এবং শিক্ষকতার দায়িত্ব নেন ফারুক আহমদ, হোসেন আহমদ, ছাদিক আহমদ ও আছমান উদ্দীন। পরে তারা ছাত্রছাত্রী ভর্তি করে ক্লাস আরম্ভ করেন। আমরাও ছাত্রদের সহযোগিতায় বাঁশ সংগ্রহ করে স্কুলে এনে জড়ো করি। পরে আমি নিজে বর্তমান আইডিএ কক্ষের পাশে একখানা একচালা ঘর বানানোর দায়িত্ব নিয়ে নিজের টাকায় গোলাপগঞ্জ থেকে ধাড়া কিনে এনে সহযোগিদের মাধ্যমে স্কুলের প্রথম ঘরটি তৈরী করি। তখন আমাদের সকলের অনুরোধে আব্দুল খালিক লন্ডনী স্কুলে তার একখন্ড জমি দানের আশ্বাস দেন। এতে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। পরে আলোচনার মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক হিসেবে আব্দুল মুকিত সাহেবকে স্কুলে নিয়ে আসার জন্য ফারুক আহমদ ও হোসেন আহমদকে দায়িত্ব দেয়া হয়। জমি পাওয়ার পর সেখানে একটি কাঁচাঘর বানানোর জন্য ও ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য হাজী নিসার আলীর সভাপতিত্বে একটি সভায় আমরা ৫ ফেব্রুয়ারী ভিত্তিপ্রস্থর স্থাপনের দিন নির্ধারণ করি। ওই ভিত্তিপ্রস্থর স্থাপন সভায় আলা উদ্দীন, ফারুক আহমদ, শেখ আব্দুল মতিন (পাখী মিয়া) ও শওকত আলী প্রমুখের বক্তৃতা এলাকাবাসীকে আরও সংগঠিত করে।
ভিত্তিপ্রস্থর স্থাপনের পরে সম্ভবত গোলাপগঞ্জে আব্দুল ওদুদের দোকানে আমরা কয়েকজনের সাথে আলাপ প্রসঙ্গে খয়ের উদ্দীন আহমদ (চুনু) রাস্তা বরাবর মাটি ভরাট করে পাকা দিয়ে স্কুল ঘরটি বানানোর প্রস্তাব রেখে এতে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে তারই নেতৃত্বে স্কুল গৃহটি বানানোর দায়িত্ব দেয়া হয়। এই সময় বিদ্যালয়টিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য একটি আহবায়ক কমিটি ও একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়। খয়ের উদ্দীন আহমদ (চুনু মিয়া) ও তমজ্জুল আলী (তুতা মিয়ার) তত্ত্বাবধানে দ্রুত স্কুলগৃহের নির্মাণ কাজ এগিয়ে যায়। আমি উল্লিখিত দু-টি কমিটির সদস্য হিসেবে এক মণ বড় রড দানসহ নানা ভাবে সাহায্য সহযোগিতা করি। নতুন স্থানে পাকা স্কুল গৃহটি নির্মানের পর পাঠশালা থেকে পাঠদান বর্তমান রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। আমি প্রথম থেকে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাথে জড়িত এবং প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। তখন সভাপতি ছিলেন হাজী নিসার আলী।
জিয়া উদ্দীন: অন্যতম প্রতিষ্ঠাতা, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়
রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও আমার স্মৃতি
বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
আ: লীগের কাণ্ডারি যারা
লস্কর বার্তা ডেস্ক : উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম কমিটির যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ১৯৫৩ সালে ময়মনসিংহে। এতে সভাপতি হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান।
আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন হয় ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর ঢাকার সদরঘাটে রূপমহল সিনেমা হলে। এ সম্মেলনে দলের নতুন নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ প্রস্তাবটি উত্থাপন করেন। পরে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহাল থাকেন।
১৯৫৭ সালে কাগমারী আওয়ামী লীগের চতুর্থ সম্মেলনে সোহরাওয়ার্দী-ভাসানীর মতপার্থক্যের কারণে প্রথমবারের মতো আওয়ামী লীগ ভেঙে যায়। ভাসানীর নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। মূল দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ও সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান অপরিবর্তিত থাকেন। ১৯৫৮ সালে পাকিস্তানে সামরিক শাসন জারি হলে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়। ছয় বছর পর ১৯৬৪ সালে পঞ্চমবারের মতো কমিটি পুনর্গঠিত করে দলটির কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তর্কবাগীশ-মুজিব অপরিবর্তিত থাকেন।
আওয়ামী লীগের ১৯৬৬ সালের ষষ্ঠ কাউন্সিলে দলের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাজউদ্দীন আহমদ। এরপর ১৯৬৮ সালে সপ্তম ও ১৯৭০ সালে অষ্টম কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক অপরিবর্তিত থাকেন। ওই কমিটির মাধ্যমেই পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধ।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম ও দলের নবম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সভাপতির পদ ছেড়ে দিলে সভাপতির দায়িত্ব দেওয়া হয় এএইচএম কামারুজ্জামানকে। সাধারণ সম্পাদক পদে বহাল থাকেন জিল্লুর রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্টে আওয়ামী লীগের ওপর মরণাঘাত আসে। সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিক পটপরিবর্তন হলে আওয়ামী লীগের রাজনীতি আবার স্থগিত করা হয়। ১৯৭৬ সালে ঘরোয়া রাজনীতি চালু হলে আওয়ামী লীগকেও পুনরুজ্জীবিত করা হয়। দলটির দশম কাউন্সিলে সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক করা হয় সৈয়দা সাজেদা চৌধুরীকে। ১৯৭৭ সালে ওই কমিটি ভেঙে করা হয় আহ্বায়ক কমিটি। এতে দলের আহ্বায়ক করা হয় সৈয়দা জোহরা তাজউদ্দীনকে।
১৯৭৮ সালে আওয়ামী লীগের ১১তম কাউন্সিলে দলের সভাপতি করা হয় আবদুল মালেক উকিলকে এবং সাধারণ সম্পাদক হন আবদুর রাজ্জাক। দলীয় কার্যক্রমে গতি আনার জন্য নির্বাসনে থাকা বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার আগেই ১৯৮১ সালের ১২তম কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয় আবদুর রাজ্জাককে।
১৯৮৩ সালে আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের একটি অংশ বাকশাল গঠন করলে সৈয়দা সাজেদা চৌধুরীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ১৯৮৭ সালে ১৩তম কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯২ সালের ১৪তম ও ১৯৯৭ সালে ১৫তম সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি ও জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে ১৬তম বিশেষ কাউন্সিলে একই কমিটি বহাল থাকে।
২০০২ সালের ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের ১৭তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি ও আবদুল জলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একক বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়। তিন-চতুর্থাংশেরও বেশি আসনে বিজয়ী হওয়ার পর সর্বশেষ ২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের ১৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সভাপতি পদে বহাল থাকেন এবং নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন বর্তমান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এরপর দল ক্ষমতায় থাকতেই ২০১২ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ ১৯তম জাতীয় কউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম পুনরায় নির্বাচিত হন। এই কাউন্সিলের মাধ্যমে তারুণ্যনির্ভর কেন্দ্রীয় কমিটি গড়ে তোলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় এতে সভাপতি শেখ হাসিনা ও সাধারন সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের নির্বাচিত হন।
কে হবেন জেলা পরিষদ চেয়্যারম্যান পদে আ: লীগের মনোনিত প্রার্থী
লুৎফুর রহমান, ইকবাল আহমদ চৌধুরী আর নাসির উদ্দিন খান তিনজনেরই একটি জায়গায় মিল আছে। তাদের তিনজনেরই নামের আগে পরিচয় হিসেবে যুক্ত আছে ‘অ্যাডভোকেট’ শব্দটি। অর্থাৎ তারা তিনজনই আইনজীবী। আর তাদের মূল যে পরিচয়, তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। এবার তারা একবিন্দুতে এসে মিলেছেন। তাদের তিনজনেরই চোখ সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান পদটির দিকে। এ পদের জন্য লড়তে তারা তিনজনই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে প্রথম দুজনের ঝুলি অভিজ্ঞতায় সমৃদ্ধ আর শেষের নামটি তারুণ্যের ঝলকানিমাখা। রাজনীতির মাঠে তিন আইনজীবীর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছেন ইকবাল আহমদ চৌধুরী। দেশভাগের একদম পর মুহূর্তেই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে অভিষেক ঘটে ইকবাল আহমদ চৌধুরীর। রাজনীতির মাঠ কাঁপিয়ে ১৯৫৭ সালে ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সভাপতির দায়িত্ব পান ভাষা সংগ্রামী ইকবাল চৌধুরী। পাকিস্তান পেরিয়ে বাংলাদেশের এই যৌবনের সময়ও রাজনীতির মাঠে একইভাবে সরব আছেন তিনি। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ইকবাল চৌধুরী ২০ বছর ধরে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। এখন তার চোখ জেলা পরিষদ চেয়ারম্যান পদটিতে। আওয়ামী ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, দীর্ঘদিনের চেনাজানার সূত্রে তার প্রতি এক্ষেত্রে আস্থা রয়েছে সিলেট আওয়ামী লীগের তিন হেভিওয়েট নেতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনয়নের লড়াইয়ে থাকা অ্যাডভোকেট লুৎফুর রহমানের অভিজ্ঞতার ঝুলিও কম সমৃদ্ধ নয়। সিলেট জেলা পরিষদের বর্তমান প্রশাসক। লুৎফুর রহমান ১৯৬২ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট লুৎফুর রহমান বর্তমানে সিলেট জেলা পরিষদের শীর্ষ পদে আছেন প্রশাসক হিসেবে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির ভারটিও সামলাচ্ছেন। তার ওপর আছে বয়সের ভার। তবে কোনো ভারই তার রাজনৈতিক পথচলায় বাধা হতে পারেনি। নির্বাচনের মাধ্যমে এবার বসতে চান জেলা পরিষদের শীর্ষ চেয়ারে। অ্যাডভোকেট লুৎফুর রহমানকে এক্ষেত্রে মূলত ভরসা ও সমর্থন জোগাচ্ছেন যুক্তরাজ্য আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিদেশ লবি ঠিকঠাক ম্যানেজ করতে পারলে লুৎফুর রহমানের ভালোই সম্ভাবনা রয়েছে বলে অনেকেরই বিশ্বাস।
তিন আইনজীবীর মধ্যে বয়সে সবচেয়ে নবীন হলেও প্রচারণায় সবার চেয়ে এগিয়ে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এক্ষেত্রে তার সবচেয়ে বড় পুঁজি নিজস্ব একদল নিবেদিত কর্মী। তার এ সকল অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হয়ে বেশ ভালোই প্রচারণা চালাচ্ছেন। মাঠেও তারা সক্রিয় আছেন নাসির উদ্দিন খানের জন্য। তৃণমূলের সঙ্গে তার ভালো বোঝাপড়া থাকলেও গ্রুপিংয়ের অভিযোগ তাকে একটু বেকায়দায়ই ফেলে দিতে পারে। তবে তারুণ্যের ঝলকানি দিয়ে যদি শীর্ষ নেতৃত্বের মনে দোলা দিতে পারেন তবে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাসির উদ্দিন খানকে দেখতে পাওয়া মোটেও অলিক কিছু নয়।