বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

ছাতক সহ সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সাজিদ মিয়া সুজন।।

ছাতক প্রতিনিধিঃ ঈদ মানে আনন্দ খুশি উৎসব ঈদ জামাত কোলাহল কৌশলাদি”বৈশ্বিক মহামারী সবই যেন--- এরপর ও আমার বিশ্বাস ভাতৃত্ববোধ,ধনী-গরীবের সহমর্মিতা ঈমান ও আমল অনেক মজবুদ হয়েছে।প্রতিটা মুহুর্ত এক একটি অজানা সংবাদ নিয়ে আসে,খুশি বিনিময় করার আগেই ভেংগে যায়।ঈদুল ফিতরের  মহাত্ব যেন,সবার জীবনে দান করেন আল-আযীযু ! ফলপ্রসূ ঘরে ঘরে আনন্দ শান্তি, আশা ও প্রত্যয় জাগুক যে সবাই মিলে এই দুর্যোগ ও দুঃসময় পেরিয়ে আবার সুস্থ, স্বাভাবিক, কর্মচঞ্চল জীবন ফিরে পাই।আর-রাহমানু,আর-রাহীমু,আস্-সালামু,আল-মালেকু,আমাদের সবাই কে সুস্হ্ রাখেন,কোভিড-১৯ আসমানে উটাইয়া নেন।! সতর্ক থাকুন,ঘরে থাকুন,পরিবার পরিজনকে সুস্হ রাখুন।##

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন