বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসাতুল হাসানাইনের শিক্ষাসচিব মাওলানা মাশহুদ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহজালাল উপশহরের ঐহিত্যবাহী মহিলা মাদ্রাসা "মাদ্রাসাতুল হাসানাইন সিলেট"র স্বনামধন্য শিক্ষাসচিব মাওলানা মাশহুদ আহমদ। 

গনমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মাওলানা মাশহুদ বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম ও শাশ্বত ধর্ম ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম রামাদ্বান মোবারকের রোজা। এই রামাদ্বানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত।

ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশীর দিন। শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশী উদযাপনে কোনো প্রকার বাধা নেই। তবে সেই খুশি শরিয়তের সীমারেখাকে যেন অতিক্রম না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। করোনাভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে লকডাউনের কারণে গরীব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ, খুশির আমেজ। তাই সেসব গরীব-দুঃখী, অসহায়দের মুখে হাসি ফোঁটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেইসাথে ঘরে থাকুন নিরাপদে থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে বাচুন, দেশকে মহামারির কবল থেকে রক্ষা করুন।

পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে। রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে।

আমি "মাওলানা মাশহুদ" দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সব মুমিন মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা।

উলিপুর বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিজিএম নাসিরউদ্দিন

উলিপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উলিপুর পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বরত ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম নাসির উদ্দিন।তিনি করোনাকালে সবাইকে ধৈর্য ধারন করে করোনা সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।তিনি বলেন পবিত্র ঈদ আনন্দের পাশাপাশি আমাদের আশেপাশে যে সকল গরীব,দুস্থ,অসহায়,দিনমজুর, অনাহারে দিনযাপন করে আসতেছে আমাদের সকল সচেতন ধর্মপ্রাণ মুসলমানদেরকে সেই সকল লোকদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে ।এসএম নাসির উদ্দিন আরো বলেন,পবিত্র ঈদুল ফিতরের আনন্দ কালে উলিপুর পল্লী বিদ্যুৎ অফিস নিরবিচ্ছিন্ন ভাবে আপনাদের  বিদ্যুৎ সেবা দিয়ে যাবেন।

হাজী এম,এ ইউনুস আলী'র ঈদ শুভেচ্ছা।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন সাদের কলা গ্রামের হাজী এম,এ ইউনুস আলী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন  করতেছেন 

উনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন 
 ঈদ মানে আনন্দ খুশি উৎসব ঈদ জামাত কোলাহল কৌশলাদি”বৈশ্বিক মহামারী সবই যেন--- এরপর ও আমার বিশ্বাস ভাতৃত্ববোধ,ধনী-গরীবের সহমর্মিতা ঈমান ও আমল অনেক মজবুদ হয়েছে। 

প্রতিটা মুহুর্ত এক একটি অজানা সংবাদ নিয়ে আসে,খুশি বিনিময় করার আগেই ভেংগে যায়।ঈদুল ফিতরের  মহাত্ব যেন,সবার জীবনে দান করেন আল-আযীযু ! ফলপ্রসূ ঘরে ঘরে আনন্দ শান্তি, আশা ও প্রত্যয় জাগুক যে সবাই মিলে এই দুর্যোগ ও দুঃসময় পেরিয়ে আবার সুস্থ, স্বাভাবিক, কর্মচঞ্চল জীবন ফিরে পাই।

আর-রাহমানু,আর-রাহীমু,আস্-সালামু,আল-মালেকু,আমাদের সবাই কে সুস্হ্ রাখেন,কোভিড-১৯ আসমানে উটাইয়া নেন। 
সতর্ক থাকুন,ঘরে থাকুন,পরিবার পরিজনকে সুস্হ রাখুন।

জাউয়া ইউনিয়ন বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মুরাদ হোসেন।।

সেলিম মাহবুব, ছাতক: পবিত্র ঈদুল ফিতরে সবার জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা। সকল হিংসা বিদ্বেশ ভেদাভেদ ভূলে গিয়ে প্রত্যেকে মনুষের সেবায় এবং দেশের কল্যানে নিজেকে  উৎসর্গ করি। করোনা ভাইরাস মোকাবেলায় সবাই কে সতর্ক হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে জাউয়া  ইউনিয়ন বাসি ও ছাতক উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাউয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ছাতক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি  মুরাদ হোসেন। তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে ও মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামীলীগ'র সভাপতি জননেত্রী, দেশরত্ন মমতাময়ী শেখ হাসিনার আদেশ ভিষন ২০৪১ সাল বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে নোবেল করোনাভাইরাসে আতংকে সারা বিশ্ব বাসি, তাই জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। ঘরেই থাকুন ধৈর্য্যের সাথে করোনাভাইরাস পরিস্থিতির মোকাবেলা করে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি এবং ঈদের জামাত ইউনিয়নের প্রতিটি মসজিদে নামাজ আদায় করার আহবান জানান ইউনিয়ন বাসীকে তিনি। ##

ছাতক সহ সবাই কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সাজিদ মিয়া সুজন।।

ছাতক প্রতিনিধিঃ ঈদ মানে আনন্দ খুশি উৎসব ঈদ জামাত কোলাহল কৌশলাদি”বৈশ্বিক মহামারী সবই যেন--- এরপর ও আমার বিশ্বাস ভাতৃত্ববোধ,ধনী-গরীবের সহমর্মিতা ঈমান ও আমল অনেক মজবুদ হয়েছে।প্রতিটা মুহুর্ত এক একটি অজানা সংবাদ নিয়ে আসে,খুশি বিনিময় করার আগেই ভেংগে যায়।ঈদুল ফিতরের  মহাত্ব যেন,সবার জীবনে দান করেন আল-আযীযু ! ফলপ্রসূ ঘরে ঘরে আনন্দ শান্তি, আশা ও প্রত্যয় জাগুক যে সবাই মিলে এই দুর্যোগ ও দুঃসময় পেরিয়ে আবার সুস্থ, স্বাভাবিক, কর্মচঞ্চল জীবন ফিরে পাই।আর-রাহমানু,আর-রাহীমু,আস্-সালামু,আল-মালেকু,আমাদের সবাই কে সুস্হ্ রাখেন,কোভিড-১৯ আসমানে উটাইয়া নেন।! সতর্ক থাকুন,ঘরে থাকুন,পরিবার পরিজনকে সুস্হ রাখুন।##

কেন্দ্রীয় যুবলীগের নেতা সোহাগ এর পক্ষ থেকে কুয়াকাটা বাসীকে ঈদ শুভেচ্ছা রনি হোসেন রকি

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা- কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:-কলাপাড়া কুয়াকাটা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, এডভোকেট. ডাক্তার. শামীম আল সাইফুল সোহাগ।তার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান মোঃ রনি হোসেন রকি, বাংলাদেশ ছাত্রলীগ কুয়াকাটা পৌর শাখা ছাত্রলীগ কর্মী।
বুধবার সকালে, রনি হোসেন রকি বলেন, পবিত্র মাহে রমজানের শেষ মুহূর্তে আল্লাহতালার বিশেষ উপহার পবিত্র ঈদুল ফিতর, ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহতালা আমাদের এই মহামারী থেকে রক্ষা করুক, সাথে সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগ ভাইয়ের ঈদ শুভেচ্ছা বার্তা ফেসবুকের মাধ্যমে এবং ছাত্রলীগ কর্মীদের মাঝে প্রচার করে, একই সাথে শামীম আল সাইফুল সোহাগের শুভেচ্ছা বার্তা, সবার মধ্যে প্রকাশ করেন।
 শুভেচ্ছা বার্তায় সোহাগ বলেন, ‘প্রিয় বাংলাদেশ বাসী আসসালামু আলাইকুম।করোনা ভাইরাসের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারির এ সংকটকালে মাসব্যাপী সিয়ামসাধনার পর বছর ঘুরে আবারও আমাদের মধ্যে ফিরে এলো শান্তি, সাম্য ও সম্প্রীতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বিশ্বব্যাপী অদৃশ্য এ ভাইরাসের থাবায় মানবজাতি আজ বিপর্যস্ত, গভীর সংকটে নিপতিত। তাই ঈদুল ফিতরের এবারকার আয়োজনে আমাদের করোনা মহামারিজনিত সংকট বিবেচনায় রেখে ঈদের আনন্দ-উৎসবে শামিল হতে হবে। রমজানের শিক্ষা হলো ধৈর্য, সংযম ও সহনশীলতা। এ ঈদে আমরা সবাই রমজানের সেই তাৎপর্য পরিপূর্ণভাবে ধারণ করে ঈদ আনন্দে ঘরে থাকব।

যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন ও শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবো। বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা ঈদ আনন্দ উদযাপন করবো, করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমরা নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখবো এবং দেশ ও জাতির কল্যাণে নাগরিক দায়িত্ব পালন করবো।##