দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহজালাল উপশহরের ঐহিত্যবাহী মহিলা মাদ্রাসা "মাদ্রাসাতুল হাসানাইন সিলেট"র স্বনামধন্য শিক্ষাসচিব মাওলানা মাশহুদ আহমদ।
গনমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মাওলানা মাশহুদ বলেন, মহান আল্লাহ তায়ালার হুকুম ও শাশ্বত ধর্ম ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম রামাদ্বান মোবারকের রোজা। এই রামাদ্বানুল মোবারকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর হলো মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ নিয়ামত।
ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশীর দিন। শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশী উদযাপনে কোনো প্রকার বাধা নেই। তবে সেই খুশি শরিয়তের সীমারেখাকে যেন অতিক্রম না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। করোনাভাইরাসের এই নাজুক পরিস্থিতিতে লকডাউনের কারণে গরীব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছে। তাদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ, খুশির আমেজ। তাই সেসব গরীব-দুঃখী, অসহায়দের মুখে হাসি ফোঁটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেইসাথে ঘরে থাকুন নিরাপদে থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। নিজে বাচুন, দেশকে মহামারির কবল থেকে রক্ষা করুন।
পবিত্র রমজান মাস আমাদেরকে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি সহনশীল এবং সংযত হওয়ার শিক্ষা দিয়েছে। রমজান শেষ হলেও রমজানের শিক্ষাকে আমাদের বুকে ধারণ করে সামনের পথ চলতে হবে।