সোমবার, ৩১ আগস্ট, ২০২০

মসজিদ পরিচিতি : ৬০০ বছর পূর্বের ঘাগড়া খান বাড়ি মসজিদ


লস্কর জার্নাল :: শেরপুর জেলায় ৬০০ বছর পূর্বের ঐতিহাসিক ঘাগড়া খান বাড়ি মসজিদ। মসজিদটি নির্মাণকাল আনুমানিক ৬০০ বছর পূর্বে্ নির্মি‌ত হয়েছে বলে ধারণা করা হয়।

কথিত আছে ‘পালানো খা’ ও জববার খা দুই ঘাগড়া খান বাড়ি মসজিদ সহোদর কোন এক রাজ্যের সেনাপতি ছিলেন। পরাজিত হয়ে ভ্রাতৃদ্বয় এই অরণ্যে আশ্রয় নেন এবং সেখানে এই মসজিদ টি স্থাপন করেন।

এ মসজিদে তারা ইবাদত বন্দেগি করে বাকি জীবন কাটিয়ে দেন। মসজিদটির বিশেষত হল এর ইট গুলো চারকোণা টালির মত। আজ হতে ছয় থেকে সাতশত বৎসর পূর্বে এই ইট গুলির ব্যবহার ছিল এ এলাকায়।

আস্তরণ বা পলেস্তার ঝিনুক চূর্ণ অথবা ঝিনুকের লালার সাথে সুড়কী, পাট’ বা তন্তু জাতীয় আঁশ ব্যবহার করেছে। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কৌশল গ্রীক ও কোরিন থিয়ান রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়।

প্রবেশ পথের উপর রয়েছে আরবী ভাষায় নির্মাণকাল ও পরিচয় শিলা লিপি দেখে সহজেই অনুমান করা যায় যে, সেই যুগেও দক্ষ স্থপতি এ অঞ্চলে ছিল। মসজিদটি পুরাকীর্তির এক অনন্য নিদর্শন। যা দেখে যে কোন পর্যটক আকৃষ্ট হবেন, বিমোহিত হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন