রেজওয়ান আহমদ :: ঐতিহ্যবাহি বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের বার্ষিক সাধারন সভা ১৪ ই জানুয়ারী রবিবার মাইক্রো সেন্টার লন্ডনে অনুষ্টিত হয়েছে।
বৃহত্তর দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে ও মাও মামুন আহমদের কালামে পাকের তেলাওয়াতের মধ্যেমে শুরু হয়।
এডঃ এবাদুর রহমান বলেন, দেউলগ্রাম এলাকায় ব্যাঙের ছাতার মত সামাজিক সংগঠন রয়েছে কিন্তু সেগুলো শুধুই নামে কাজে নয়, তাই বৃহত্তর দেউলগ্রাম'র উন্নয়নে ওয়েলফেয়ার ট্রাস্টের বিকল্প নাই।
ওহিদুর রহমান বলেন, দেউলগ্রামে ওয়েলফেয়ার ট্রাস্টের উন্নয়ন মুলক কাজ স্বরুপ এলাকার রাস্তাঘাট, অসহায়দের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে একটি বিশেষ ভুমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে রফিক উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা বৃহত্তর দেউলগ্রামকে একটি আধুনিক গ্রাম হিসাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে চাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কাম্য।
তিনি আরো বলেন, ৮০জন ট্রাষ্টিকে নিয়ে সম্মেলন অত্যান্ত সফলভাবে সম্পুর্ন হয়েছে। বৃহত্তর দেউলগ্রামের প্রবাসীরা এক প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধ ভাবে দৃড়চেতা মনোবল নিয়ে ত্যাগ পরিশ্রম ও সহযোগিতার মহানব্রত নিয়ে সুদুর প্রবাসে এসেও দেউলগ্রামের উন্নয়নে ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে
একতার গভীর বন্ধনে আবদ্ধ হয়েছেন।
ওয়েলফেয়ার ট্রাস্ট দেউলগ্রামের স্কুল মাদ্রাসা মসজিদ শুধু নয় গ্রামের গরিব অসহায়দের ঘর বাড়ি নির্মান, ও গরীব এতিম শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা প্রদান এবং অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বার্ষিক সাধারন সভায় আরো বক্তব্য রাখেন, রৌশন উদ্দিন আহমদ, আজিজ, সালেহ, সোহেল আহমদ, ফখরুল ইসলাম, সুলতান আহমদ, গোলজার, এমরান হোসেন, আব্দুর রহিম টেকই, হেলাল, আজমল, জাহাঙ্গীর, ময়নুল, সাইফুল ইসলাম প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন