.
ইদু মিয়া, দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি :: হাসি খুশি প্রানবন্ত এক যুবকের নাম মোহন তালুকদার, পিতা:রতিরঞ্জন তালুকদার, মেন্দিপুর ইউনিয়নস্থ বলরামপুর গ্রামের বাসিন্ধা। মোহনেরা দুই ভাই ও দুই বোন, নিম্নমধ্যবিত্ত পরিবারে সবাইকে নিয়ে কোনোরকম দিন অতিবাহিত হচ্ছে।
অমায়িক ব্যবহার, নম্রভদ্র ও বন্ধুপ্রিয় মোহন আতিথেয়তা প্রবল মন আমাকে অভিভৃত করেছে। দীর্ঘ দিনের বন্ধু ইদু মিয়াকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
যুবক মোহন তালুকদার, সব সময় বন্দুদের নিয়ে হাসি খুশিতেই থাকতে ভালবাসেন, বন্ধুদের সাথে ছবি তুলা , হাসি গল্প ও বন্ধুদের বিপদে ঝাপিয়ে পড়েন।
দীর্ঘ দিনের বন্ধু ইদুমিয়া পেয়ে জড়িয়ে ধরেন ও উপস্থিত বন্ধুদের সাথে ছবি তুলেন এবং হইহৌল্ললে মেতে ওঠেন। এসময় সাংবাদিক ইদু মিয়া ছাড়া বন্ধুদের মাধ্যে উপস্থিত ছিলেন, পল্লব সরকার, মানিক দেবনাথ।
নিম্নমধ্যবিত্ত হলেও মহন তালুকদার'র মন বিশাল। নিজের জন্য নয় তার চাওয়া সকলের জন্য। তিনি বলেন আমি চাই সাধারন মানুষ সুখে শান্তিতে সবাই মিলে মিশে একসাথে বসবাস করুক। দেশের সকলের সুখ শান্তির পাশাপাশি নিজের বন্দুদের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন