মঙ্গলবার, ১২ মে, ২০২০

আলহাজ্জ মছব্বির আলী লস্কর-এর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জের প্রবীণ মুরুব্বী, বিশিষ্ট সমাজসেবী, প্রাজ্ঞ সালিশি ব্যক্তিত্ব, গোয়াসপুর এলাকার আস্থাভাজন অভিভাবক ও সাদা মনের মানুষ খ্যাত আলহাজ্জ মছব্বীর আলী লস্কর-এর ইন্তেকালে সিলেটের পরিচিত মহলে বইছে শোকের ছায়া।

পরোপকারী আলহাজ্জ মছব্বীর আলী লস্কর-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জামেয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সিলেট সিটি কর্পোরেশন (শাহজালাল উপশহর) কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিম, জামেয়া সিরামপুর মহিলা মাদ্রাসার শায়খুল হাদিছ ক্বারী মাওলানা আব্দুস সালাম, জাতীয় জুডো কোচ ও সিএইচটি মিডিয়ার মুখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও অনলাইন নিউজ পোর্টাল ফেঞ্চুগঞ্জ বার্তার প্রকাশক সাইফুল্লাহ আল হোসাইন, মাদ্রাসায়ে ছাবিলুল হক্ব এয়ার্পোট ঢাকার প্রধান মুফতি ও জনপ্রিয় মুফাসসিরে কোরআন মুফতী মুহিবুর রহমান নুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দীন, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম সুয়েব, লন্ডন সিটি আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সোহেল আহমদ সাহেল, সিলেট বার কাউন্সিলের আইনজীবী এড. দেলওয়াল হোসেন দিলু, এড. গিয়াস উদ্দীন, এড. গাজী আজমাল, এড. কবির আহমদ, এড. সৈয়দ মহসিন আহমদ, এড. আতীকুর রহমান, এড. মানিক আহমদ, এড. রেদওয়ানুল ইসলাম, শাহাজাহান চৌধুরী, সরওয়ার মাহমুদ, সুহেল খাঁন, সালিক উদ্দীন,  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুকুনুজ্জামান চৌধুরী, রানাপিং মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা রায়হান আহমদ, জামেয়া দারুল উলুম সিলেটের শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ চোধুরী, মুফাসসিরে কোরআন সালমান আহমদ আফতাবী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, মাদ্রাসাতুল হাসনাইনের শিক্ষা সচিব মাওলানা মাশহুদ আহমদ, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠু, সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক ও প্রকাশক ডা.আক্তার হোসেন, আমাদের কথা'র সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু বক্স, সামী জেনারেল ষ্টোর এর সত্ত্বাধিকারী ইকবাল আহমদ চৌধুরী, দৈনিক জনতার কন্ঠ এর সম্পাদক ও প্রকাশক জাকারিয়া হোসেন জোসেফ, বার্তা সম্পাদক উমেদ আলী, জামেয়া দারুল উলুম সিলেটের সাবেক শিক্ষা সচিব হাফিজ মাওলানা এইচ এম মাহবুব, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও শাহজালাল উপশহর যুব কল্যান পরিষদের আহবায়ক মাওলানা রেজওয়ান আহমদ, মারকাযুল ক্বোরআন সিলেটের শিক্ষা-সচিব হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদী, হাফিজ কবীর আহমদ জকীগঞ্জী, গোয়াসপুর জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা জামিল আহমদ, ব্যবসায়ী আব্দুল হাকিম, ক্বারী মাওলানা আনিসুর রহমান, মাওলানা ইমরান হোসাইন, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মন, সাধারন সম্পাদক সৈয়দ সুমন মিয়াঁ, সমকাল নিউজের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জাহেদুল ইসলাম, সামটিভিইউএসএ-এর সম্পাদক জাহেদ যারীফ, গোলাপগঞ্জের বিশিষ্ট সাংবাদিক হাফিজ নোমান মাহফুজ, রিয়াছাতুল উলুম মাদ্রাসাতুল বানাত চৌঘরীর শিক্ষক জবরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট সাংবাদিক আর কে দাশ চয়ন, ডা. বিমল চন্দ্র দাশ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের কর্নাধার লন্ডন প্রবাসী সাংবাদিক আরাফাত হোসেন, বার্তা সম্পাদক সাংবাদিক এমরান আহমেদ, মেসার্স রিয়া কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী নুরুজ্জামান আহমদ কাওছার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শামিম আহমদ, পটুয়াখালীর সাংবাদিক অরিন মাহমুদ পারভেজ, সাংবাদিক শফীকুল ইসলাম স্বাধীন, সাংবাদিক ইদুঁ খাঁন, মাওলানা ছদরুল আমীন চৌধুরী, তরুন সংগঠক রাজেল আহমদ, ইয়াসিন আহমদ প্রমুখ।

শোকবার্তায় তাহারা মরহুমের মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ব‌লেন, মরহুম আলহাজ্জ মছব্বীর আলী লস্কর ছিলেন একজন পরোপকারী নিরহংকারী সাদা মনের মানুষ, বিজ্ঞ সালিশী ব্যক্তিত্ব্য, বিশিষ্ট সমাজসেবী, সদা হাস্যউজ্জল এক ব্যক্তিত্ব, এরকম সহজ সরল ও আস্থাভাজন অভিভাবকের বিদায়ে সমাজের অপুরনীয় ক্ষতি সাধিত হয়, যাহা সহজে পুরণযোগ্য নহে। আমরা তাহার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জানা‌চ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্না‌তের স‌র্বোচ্চ স্থান দান করুন। (আমীন)।


উল্লেখ্য, আলহাজ্জ মছব্বীর আলী লস্কর শনিবার (২ মে) বিকাল ৩-১০ মিনিটে শাহজালাল উপশহর জ্বী ব্লকের বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯২৬ সালে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী গোয়াসপুর এলাকায় জন্মগ্রহন করেন। এবং একই দিন শনিবার রাত ১০-৩০ মিনিটে জানাজার নামাজের পর মরহুমকে তাহাদের পঞ্চায়েতী গোরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ছেলে হাফিজ  মাওলানা হাফিজুল ইসলাম লস্কর।

আলহাজ্জ মছব্বীর আলী লস্কর দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তিন মেয়ে ও আটঁ পুত্র সন্তানের জনক। তিনি সিলেট বার কাউন্সিলের বিশিষ্ট আইনজীবী এড. সাইদুল ইসলাম লস্কর, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা ও গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্টাতা সাবেক সভাপতি সামছুল ইসলাম লস্কর ও জামেয়া দারুল উলুম সিলেটের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ রিপোর্টার ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক হাফিজ  মাওলানা হাফিজুল ইসলাম লস্কর-এর গর্বিত পিতা।


.
লস্করবার্তা/সুমন/৩.৫.২০২০