শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

লাখো তৌহিদী জনতাকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত সিলেটের সিংহ পুরুষ

হাফিজুল ইসলাম লস্কর :: লাখো তৌহিদী জনতাকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন সিলেটের সিংহ পুরুষ, ইসলামি আন্দোলনের সিপাহসালার , বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।

আজ ১৯ অক্টোবর শুক্রবার বাদ জুম'আ বিকেল ৩-৩০মিনিটের সময় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে কয়েক লক্ষ মুসল্লির অংশগ্রহনে নামাজের জানাযার মাধ্যমে চির বিদায় জানানো হয় ইসলামী রেনেসার এই সিপাহসালার প্রিন্সিপাল হাবিবুর রহমান-কে।

নামাযে জানাযায় ইমামতি করেন প্রিন্সিপাল হাবিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুফতি মাওলানা আব্দুর রহমান ইউসুফ। নামাযে জানাযার পূর্বে প্রিন্সিপাল হাবিবুর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন

জানাযার পূর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি রশিদুর রহমান ফারুক বর্নভী, কাজির বাজার জামেয়ার শায়খুল হাদিস আহমদ আলী, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাটের মুহতামিম মাওলানা শফিকুল হক আমকুনী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া,

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারী,

সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক পৌর চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, মজলিস নেতা মাওলানা মামুনুল হক, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের বড় ছেলে ও কাজিরবাজার মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুসা। সঞ্চালনা করেন কাজির বাজার জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

বক্তারা বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বিশ্বব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তৌহিদী জনতা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে কওমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। দৌহিদী জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।