মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

জামেয়া দারুল উলুমের ছাত্র সংবর্ধনা সম্পন্ন

লস্কর বার্তা :: আল ফাতাহ ছাত্র সংসদের উদ্যোগে জামেয়া দারুল উলুম সিলেটের হিফজ সমাপনকারী ছাত্রদের সম্মানে সংবর্ধনা সভা এবং আল-ফাতাহ ছাত্র সংসদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৪এপ্রিল জামেয়ার হলরুমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

জামেয়া দারুল উলুম সিলেট'র প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী’র সভাপতিত্বে এবং আল ফাতাহ ছাত্র সংসদ'র সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ'র মহা-সচিব মাওলানা সৈয়দ মোশাররফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ। উক্ত বার্ষিক পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামেয়া’র নায়েবে মুহতামিম মাওলানা সৈয়দ শোয়াইব আহমদ।

বার্ষিক পুরস্কার বিতরণী ও বিদায়ী সভায় উপস্থিত থেকে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপাড়'র প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা ফজল আহমদ, মাওলানা আখতারুজ্জামান, হযরত খালেদ বিন অলিদ (রাঃ)এর মুহতামিম মাওলানা আবুবকর সরকার, যুবনেতা মাওলানা রফিক আহমদ মহল্লী, মুফতি জাকারিয়া মাহমুদ, মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী,

বাংলাদেশ রিপোটার্স ক্লাব'র স্থায়ী সদস্য, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম, সিলেট জেলার শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর,
মাওলানা হেলাল আহমদ ,মুফতি জুনাঈদ আল হায়দার, হাফিজ শেখ মুজিবুর রহমান, মাওলানা আলবাব চৌধুরী, মাওলানা বজলুর রহমান সোহান, মাওলানা সদরুল আমিন চৌধুরী, হাফিজ মাওলানা খলিল্লাহ প্রমুখ।

জামেয়ার ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, হাফিজ ইবরাহীম খলিল, হাফিজ মুহাফিজুল ইসলাম সাকিব, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, হাফিজ বুরহান উদ্দীন, হাফিজ মাহদী হাসান, হাফিজ তাজুল ইসলাম ফাহীম, ইউসুফ আল-আযাদ, জয়নুদ্দীন, ফয়সল মাহমুদ, আমিনুল ইসলাম, রিয়াদ আহমদ চৌধুরী, ফুয়াদ আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ মুশাররফ আলী বলেন, কওমী মাদরাসা হলো প্রকৃত দ্বীন শিক্ষার কেন্দ্র। যুগের সকল চ্যালেঞ্জ মুকাবেলায় ছাত্রদের যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলতে হবে।

তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বাতিলের মোকাবেলার জন্য লিখনির ও বক্তৃতার ময়দানে যোগ্যতার পাশাপাশি আমলী জীবন তৈরী করতে হবে।

স্বাগত বক্তব্যে সৈয়দ শোয়াইব আহমদ বলেন, কওমী মাদ্রাসা সত্যিকারের সুনাগরিক গড়ার একমাত্র প্রতিষ্টান, তাই সুনাগরিক গড়ার কারখানা কওমী শিক্ষা প্রতিষ্টানকে আরো বেগবান করতে সকলকে এগিয়ে আসতে হবে।

হাফিজুল ইসলাম লস্কর বলেন, সময় এখন কঠিনতার মাধ্যে দিয়ে অতিক্রম করছে, ভিনদেশী সাংস্কৃতি, অনুকরন প্রিয়তা ও কুসংস্কারে সয়লাব আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, জাতী আজ দিশাহারা পথভ্রান্ত, বিজাতীয় অপসংস্কৃতির গড্ডালিকায় গা-ভাসিয়ে দিয়েছে যুবসমাজ, তাদেরকে সঠিক পথ দেখাতে পারে একমাত্র কওমী শিক্ষা প্রতিষ্টান এবং কওমী ছাত্ররা। জাতির দুর্দিনে কওমি ছাত্ররাই পারে সুস্থ্য সুন্দর সমাজ বিনির্মান করতে।

কওমীর ছাত্ররা জাগরেই জাগবে বাংলাদেশ, তাই আপনাদের জাগতে হবে এবং সমাজকে জাগাতে হবে, সুস্থ্য ও সুন্দর সমাজ বিনির্মানে আপনাদের অনেক দায়িত্ব্য ও কর্তব্য রয়েছে, আপনারা সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ুন এবং আদর্শ সমাজ বিনির্মানের শপথ নিন, কওমীর ছাত্ররাই পারে সভ্য সমাজ বিনির্মান করতে।

রবিবার, ১ এপ্রিল, ২০১৮

ভয়ঙ্কর নদীতে ডুব দিলে আপনি নয় ভেসে উঠবে আপনার কঙ্কাল!

হলিবিডি ডেস্ক :: বহমান নদী মানেই ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা। শৈশবের এমন মজার স্মৃতি আছে অনেকরই। কিন্তু যদি এমন হয় যে, আপনি নদীতে ডুব দিলেন আর ভেসে উঠার পর আপনার গায়ে শুধু হাড়গুলো ছাড়া কিছুই নেই! তাহলে ব্যাপারটা কেমন হবে?

স্পেনে এমনই একটি ভয়ঙ্কর নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক) (pH-1.7-2.5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন।

স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে।

জানা গেছে, প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।

এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না।

লস্কর বার্তা/লস্কর/০১.০৪.১৮