রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

উৎসব মুখর পরিবেশে জেলা ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাফিজুল ইসলাম লস্কর :: ২০১৮ সালের প্রথম প্রহর সোমবার (০১জানুয়ারী) ১২.১ মিনিট বাজতেই আনন্দ উল্লাসের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে সিলেটে কেক কেটে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির হোসেন কয়েছ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক ইমরুল হোসেন হিমেল, সমাজসেবা সম্পাদক জাহেদ আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, মঞ্জু আহমদ,

জেলা সদস্য আব্দুল আজিজ মুন্না, সেলিম আহমেদ, কুটন আহমদ, পরিবেশ ও জলবায়ু সম্পাদক আহমেদ জাকি, মিন্টু আহমেদ, রেজোয়ান হোসেন রিমু, মোহাম্মদ এজাজুল, জেলা সদস্য মিজান আহমেদ, ইমরান আহমেদ, মোর্শেদুল ইসলাম, রাসেল আহমেদ, কাউসার আহমেদ, সালমান আহমদ, মুন্না আহমেদ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল জাহেদ প্রমুখ।

লস্কর বার্তা/লস্কর/০১.০১.২০১৮

হলিবিডি পরিবারের নববর্ষের শুভেচ্ছা

ইংরেজী নববর্ষ ২০১৮ উপলক্ষে হলিবিডি টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে পাঠক, সুভানুধ্যায়ী, সংবাদ দাতা, বিজ্ঞাপন দাতা ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা।
_________শুভেচ্ছান্তে, হলিবিডি পরিবার।

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

নতুন বছরের শুরুতেই বিশ্বের জনসংখ্যা হবে ৭শ’ ৪৪ কোটি

লস্কর বার্তা ডেস্ক :: মার্কিন আদমশুমারি ব্যুরোর হিসাব অনুয়ায়ী ২০১৮ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ২১ হাজার ২৮৩ জন বেড়ে ৭শ’ ৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ জনে দাঁড়াবে। ২০১৭ সালের প্রথম দিন থেকে এ বৃদ্ধির হার ১.০৭ শতাংশ। বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

হিসাব অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ৪.৩ জন শিশু জন্ম নেবে এবং ১.৮ জনের মৃত্যু হবে।

এর আগে মার্কিন আদমশুমারি ব্যুরোর এক হিসেবে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে ৯শ’ কোটিতে পৌঁছাবে বলে আভাস দেয়া হয়।

নতুন বছরের প্রথম রাতেই বিরল এক ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী

লস্কর বার্তা আন্তর্জাতিক ডেস্ক :: আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম রাতে বিরল ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। ১ জানুয়ারি রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে।

সুপারমুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা। স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে। মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। একইসঙ্গে, চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে।

ইউরোপ ও আমেরিকার মানুষেরা বছরের প্রথম দিনের পূর্ণিমাকে অশুভ বলে মনে করে থাকে। এই রাতে চাঁদের বুকে নীল রংয়ের ছায়া দেখা যাবে। এই ধরনের মহাজাগতিক ক্ষণকে সুপার ব্লু মুন বলা হয়ে থাকে।

তাদের মতে, এই রাতে ওয়্যার উলফ বা নেকড়ে মানবের আবির্ভাব হয়। যদিও বিজ্ঞান এসব ধারণাকে ভুল বলেই বরাবর জানিয়ে আসছে। পৃথিবীকে আবর্তনের সময় স্বাভাবিকভাবেই চাঁদ বিশেষ কিছু সময়ে খুব কাছে চলে আসে।